শ্রীরামকৃষ্ণের জন্মবার্ষিকীতে দক্ষিণেশ্বরে পর্দার ‘গদাই ঠাকুর’, নতুন রূপে ফিরছেন সৌরভ?

বাংলাহান্ট ডেস্ক: সদ‍্য শেষ হয়েছে ‘করুণাময়ী রাণী রাসমণি’ (Karunamoyee Rani Rasmoni)। দীর্ঘ পাঁচ বছর ধরে জি বাংলায় দাপিয়ে বেড়িয়েছে এই জনপ্রিয় শো। শেষের দিকে টিআরপি বেশ কিছুটা নেমে গেলেও দর্শকদের ভালবাসা কিন্তু কমেনি। রাণী রাসমণি যখন বিদায় নেন তখন যেমন দর্শকদের চোখ জলে ভিজেছিল, তেমনি সিরিয়ালের শেষদিনেও আবেগঘন হয়ে পড়েছিলেন সকলে।

সিরিয়ালের গোটা টিম, বিশেষ করে শ্রীরামকৃষ্ণের চরিত্রাভিনেতা সৌরভ সাহা (Sourav Saha) জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন। দীর্ঘদিন ধরে সিরিয়ালের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অভিনয় প্রতিভার যোগ‍্য সম্মান পেয়েছেন তিনি। গদাধরের ভূমিকায় অনবদ‍্য অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন সৌরভ।

IMG 20220219 221244
দিতিপ্রিয়ার তুলনায় সৌরভ ইন্ডাস্ট্রিতে অনেক বেশি নতুন। কিন্তু ইতিমধ‍্যেই তাঁর অভিনয় প্রতিভা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। সিরিয়াল শেষ মানে গদাই ঠাকুরকেও আর দেখা যাবে না। মন খারাপ হয়েছিল অনুরাগীদের। তবে শোনা গিয়েছে, খুব শীঘ্রই নতুন রূপে পর্দায় ফিরবেন সৌরভ। শ্রীরামকৃষ্ণের খোলসটা ছেড়ে শুধু বেরোনোর অপেক্ষা।

সম্প্রতি শ্রীরামকৃষ্ণদেবের ১৮৬ তম জন্মবার্ষিকীতে তাঁর আশীর্বাদ নিতে দক্ষিণেশ্বর মন্দির দর্শন করেন পর্দার রামকৃষ্ণ। সংবাদ মাধ‍্যমকে সৌরভ জানান, শ্রীরামকৃষ্ণের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। তাই ধন‍্যবাদ দিতে এসেছিলেন।

https://www.instagram.com/p/CaH9r22sMjA/?utm_medium=copy_link

সৌরভ আরো জানান, তিনি রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। তাই পড়ুয়া বেলা থেকেই এই বিশেষ দিনটির সঙ্গে তাঁর আলাদা ভাললাগা। এখন নিজের বাড়িতেই তিনি শ্বেতপাথরের মন্দির বানিয়েছেন। সেখানে শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের নিত‍্যপুজো হয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর