বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রবিবার বিসিসিআইয়ের সভাপতি পদে লড়াইয়ের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সেই মতো সোমবার বোর্ডের সদর দফতরে গিয়ে প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিলেন ক্রিকেটের মহারাজ। মনে করা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 23 অক্টোবর তারিখে মুম্বইয়ে বোর্ডের সভায় আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন সৌরভ গাঙ্গুলি। সোমবার বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট শ্রীনিবাসন রাজীব শুক্লা ছাড়াও জয় শাহ এবং অন্যান্যরা সকলেই এ দিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বোর্ডের সদর দফতরে হাজির ছিলেন।
Sourav Ganguly after filing his nomination for post of BCCI President, in Mumbai: To be in a position where I can make a difference along with team would be extremely satisfying. Hopefully in next few months we can put everything in place & bring back normalcy in Indian cricket. pic.twitter.com/s3FGUa11r9
— ANI (@ANI) October 14, 2019
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক জানান, ভারতীয় ক্রিকেটের জন্য কিছু করতে পারব এমন পজিশনের কথা ভেবে ভাল লাগছে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন আগামী কয়েক মাসের মধ্যে ভারতের ক্রিকেট পরিস্থিতি তিনি ফেরাতে সক্ষম হবেন। একই সঙ্গে ক্রিকেটের উন্নতি সাধনের জন্য তিনি যে সর্বতো ভাবে চেষ্টা করবেন তা তাঁর বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে। তবে এই পদের জন্য তিনি কখনোই আশাবাদী বা উচ্চাকাঙ্ক্ষী ছিলেন না বলেও জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
অন্যদিকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মনোনয়পত্র জমা দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। এর পর বিজেপির সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বৈঠক প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে ক্রিকেট মহারাজ জানিয়েছেন তাঁর এখন রাজনৈতিক লক্ষ্য নেই।