ধোনিকে শক্তিশালী দল দিয়ে গিয়েছিল সৌরভ, কিন্তু বিরাটের হাতে সেই দল তুলে দিতে পারেননি ধোনি।

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী থেকে মহেন্দ্র সিং ধোনি, মহেন্দ্র সিং ধোনি থেকে বিরাট কোহলি। কোন ভারত অধিনায়ক তার উত্তরসূরির জন্য কেমন দল রেখে গিয়েছিলেন সেই নিয়ে ব্যাখ্যা দিলেন প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী অনেক ভালো মনের একটা দল রেখে গিয়েছিলেন ধোনির জন্য কিন্তু সেই উচ্চমানের দল বিরাট কোহলির জন্য রেখে যেতে পারেননি মহেন্দ্র সিং ধোনি।

সৌরভ গাঙ্গুলী অনেক কষ্ট করে ভারতীয় দল তৈরি করেছিলেন। সেই ভাঙাচোরা দল নিয়েই বিশ্বকাপ ফাইনাল খেলেছিলাম কিন্তু বিশ্বকাপ জেতা হয়নি সৌরভ গাঙ্গুলীর। অপরদিকে সৌরভ গাঙ্গুলির রেখে যাওয়া দল নিয়েই বিশ্বকাপ জিতে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এই প্রসঙ্গে গৌতম গম্ভীর বলেন, মহেন্দ্র সিং ধোনি যখন অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান তখন বিরাট কোহলির জন্য তিনি কোন কোয়ালিটি ক্রিকেটার রেখে যাননি।

42441434774e0b2e6cac461a09e6a3a199a27d7bc00944182af9e69a885339ba70a2f8fc

ESPNcricinfo কে দেওয়া সাক্ষাৎকারে গৌতম গম্ভীর জানিয়েছেন বর্তমানে ভারতীয় দলে বিরাট কোহলি নিজে ছাড়া রোহিত শর্মা এবং জাসপ্রিত বুমরাহ ছাড়া এমন কোন ভারতীয় ক্রিকেটার নেই যিনি ম্যাচ জেতানোর পাশাপাশি টুর্নামেন্ট জেতানোর ক্ষমতা রাখেন। তবে সৌরভ গাঙ্গুলী যে ভারতীয় দল রেখে গিয়েছিলেন সেই দলে ছিলেন বীরেন্দ্র শাহবাগ, যুবরাজ সিং, জাহির খান, হরভজন সিং এর মত বিশ্ববিখ্যাত ক্রিকেটাররা।


Udayan Biswas

সম্পর্কিত খবর