পাহাড়ের মাঝে ছোট্ট হ্রদে ঘেরা নির্জন গ্রাম! এই হিল স্টেশনে পা রাখলেই মনে হবে ‘এ যেন সাক্ষাৎ স্বর্গ’

বাংলাহান্ট ডেস্ক : এখনো বৈশাখ মাস আসেনি। চৈত্রেই গরমের দাপটে নাজেহাল বঙ্গবাসী। এই অবস্থায় অনেকেই চাইছেন কয়েকটা দিন নিরিবিলিতে পাহাড় থেকে ঘুরে আসতে। তবে পাহাড় বলতে আমরা যে জায়গাগুলি সাধারণত বুঝি সেখানে থিকথিক করছে ভিড়। বঙ্গ রাজনীতি এখন উত্তপ্ত ভোটের উত্তাপে।

আবার কিছুদিন পর থেকে স্কুলে শুরু হচ্ছে গরমের ছুটি। এই অবস্থায় যদি আপনার মন উড়ুউড়ু হয়ে ওঠে তাহলে চোখ বুজে পরিবারকে সাথে নিয়ে চলে যান এই অফ বিট পাহাড়ি গ্রামে। আমরা আজ কথা বলছি সৌরেনীকে নিয়ে। এই জায়গাটির নাম হয়ত অনেকেই শোনেননি। এই পাহাড়ি জায়গাটি অনেকের কাছেই অচেনা।

আরোও পড়ুন : দুঃসংবাদ! এই রুটে চলবে না মেট্রো, টাইম পরিবর্তন অন্য তিনটি লাইনেও; দুর্ভোগ এড়াতে দেখুন সময়সূচি

তাই অপেক্ষাকৃত পর্যটকদের ভিড় এখানে কম। দার্জিলিং এর মিরিকের কাছেই অবস্থিত সৌরেনী। সৌরেনী আদতে একটি পাহাড়ি গ্রাম। এই গ্রামের একদিকে রয়েছে পাহাড়। সেই পাহাড়ের মাঝে রয়েছে সুন্দর একটি হ্রদ। এখান থেকে আপনারা প্রত্যক্ষ করতে পারবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। 

আরোও পড়ুন : প্রায়শই মুখে রাম নাম! দিদির আমলে BJP? রাজনীতি-হিন্দুত্ববাদ নিয়ে এবার বিস্ফোরক শ্রুতি

এই পাহাড়ি গ্রামে পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে হোম স্টে। ছোট্ট অথচ সুন্দর ও পরিষ্কার এখানকার হোম স্টে’গুলি। পাহাড়ি খাবারে ভুরিভোজ করে সারাদিন ঘুরে বেড়াতে পারেন এই ছোট্ট গ্রামটিতে। চলার পথে ক্লান্তি আসলে চুমুক দিতে পারেন দার্জিলিং টিয়ে। যারা শান্ত পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এই গ্রাম আদর্শ।

349435 sourenilead 1

এই গ্রামের নিস্তব্ধতা এতটাই বেশি যে দিনের বেলাতেও শুনতে পাবেন ঝিঁঝি পোকার ডাক। চাইলে আপনারা এখান থেকে যেতে পারেন মিরিক। যদি আপনারা দার্জিলিং ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলেও একবার ঘুরে আসতে পারেন এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে। গরমের ছুটিকে স্মরণীয় করে রাখতে পাড়ি দিতে পারেন এই গ্রামটিতে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর