বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ভারত। একদিনের দলে ডেবিউ করার সুযোগ পেয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। কিন্তু লোকেশ রাহুল নেতৃত্বাধীন ভারতলে এই ম্যাচে ৩১ রানে পরাজয় স্বীকার করতে হল। সেই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে রাহুলের অধিনায়কত্ব দক্ষতা নিয়ে।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। প্রথমে ব্যাট করতে নেমে এইডেন মার্করম, কুইন্টন ডি কক-দের দ্রুত হারাতে হলেও দক্ষিণ আফ্রিকার ইনিংসের হাল ধরেন অধিনায়ক তেম্বা বাভুমা। ৫ নম্বরে নেমে পাল্টা আক্রমণ শুরু করেন ভ্যান ডার ডুসেন। বাভূমা ১১০ এবং ভ্যান ডার ডুসেন ১২৯ রান করে দক্ষিণ আফ্রিকা-কে পৌঁছে দেন ২৯৬ তে। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করে ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন বুমরা। একটি উইকেট নেন অশ্বিন।
রান তাড়া করতে নেমে অধিনায়ক রাহুল ব্যক্তিগত ১২ রানে আউট হলেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন শিখর ধাওয়ান। তাকে যোগ্য সংগত দেন বিরাট কোহলি (৫১)। কিন্তু ধাওয়ান ৭৯ রানে আউট হওয়ার কিছুক্ষণ পরে কোহলিও ফিরে যান। এরপর পন্থ, শ্রেয়স, ভেঙ্কটেশ আইয়ার-রা অসহায় আত্মসমর্পণ করেন। শেষদিকে মারকুটে ব্যাটিং করে শার্দূল ঠাকুর ৪৩ বলে ৫০ রান করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় ২৬৫ রানেই থামতে হয় ভারতকে। ২ টি করে উইকেট নেন পেসার লুঙ্গি এনগিডি, চায়নাম্যান তাবারেজ সামসি, আন্ডিল ফ্যেলকেও। দুর্দান্ত বোলিং করে ৪২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন কেশব মহারাজ। ১ উইকেট নিয়েছেন এইডেন মার্করম।
প্রথম ম্যাচের পর প্রশ্ন উঠছে লোকেশ রাহুলের অধিনায়কত্ব নিয়ে। অলরাউন্ডার হিসাবে ভেঙ্কটেশ আইয়ার-কে দলে নিয়েও তাকে ১ ওভারও বল দেননি রাহুল। সেট ব্যাটিং অর্ডার ভেঙে আচমকাই ধাওয়ান আউট হওয়ার পরে শ্রেয়স আইয়ারের পরিবর্তে পন্থ-কে পাঠান তিনি। ক্রিকেটপ্রেমীরা এই সিদ্ধান্তগুলি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে।