South Africa vs India ICC WORLD CUP live Update৩টি উইকেট সাউথ আফ্রিকার, দুরন্ত শুরু ভারতের

বাংলা হান্ট:ভারতবর্ষের পৃথিবীর সবথেকে জনপ্রিয় খেলা গুলোর মধ্যে অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯। এটি ১২ তম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। এ বছর ক্রিকেট ওয়ার্ল্ড কাপের আয়োজন করেছে ইংল্যান্ড।

এবছর ১০ দেশ অংশগ্রহণ করেছে।৩০মে থেকে থেকে 14 ই জুলাই পর্যন্ত এই বিশ্বকাপের আসর চলবে। আমাদের নজর যেমন এশিয়া মহাদেশের দেশগুলোর প্রতি থাকবে। তেমনি অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এর মতন দেশগুলোর দিকে নজর থাকবে। এ বছর ওয়ার্ল্ড কাপে অবশ্যই ফেভারিট হিসেবে ইন্ডিয়া।
আজ ইন্ডিয়া প্রথম সাউথ আফ্রিকার বিরুদ্ধে মুখোমুখি হয়েছে। ভারতের প্রথম খেলা আজ।

5bef0 l53ooer virat kohli jasprit bumrah world cupপ্রথমে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা ১৯ওয়ার্ড রে ৭৮রান করে ৩উইকেট হারিয়েছেন।

সম্পর্কিত খবর