ফের বর্ণবৈষম্য, ফের সাদা এবং কালোর মধ্যে বিভেদ দেখা গেল। এবার সাদা এবং কালোর মধ্যে বিভেদ দেখা গেল দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে। কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি “ব্ল্যাক লাইভস ম্যাটার” নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে স্পষ্ট অবস্থান নেওয়ার কথা বলেছিলেন। আর তারপরই ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় লুঙ্গি এনগিডিকে।
এবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে 30 জন প্রাক্তন কৃষ্ণাঙ্গ প্রোটিয়া ক্রিকেটার কড়া বিবৃতি দিয়ে চিঠি দিল। তারা জানিয়ে দিল যে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে এখনো পর্যন্ত বর্ণ বৈষম্য রয়েছে। এখনো পর্যন্ত সাদা ও কালোর মধ্যে বিভেদ দেখা যায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে।
“ব্ল্যাক লাইভস ম্যাটার” আন্দোলনে সরব হয়ে দল হিসাবে পুরো দক্ষিণ আফ্রিকা দলকে কৃষ্ণাঙ্গ মানুষের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য বলেছিলেন লুঙ্গি এনগিডি। আর তার ফলে কয়েকজন দেশীয় ক্রিকেটারের কাছেও তাকে সমালোচনার মুখে পড়তে হয়। তবে এবার প্রাক্তন ক্রিকেটার জেপি দুমিনি, মাখামা এনতিনি, হার্শেল গিবসরা পাশে দাঁড়ালেন লুঙ্গি এনগিডির।