বাংলায় এন্ট্রি নিচ্ছে হাড় কাঁপানো শীত? কবে? জানাল আবহাওয়া দপ্তর

বাংলা হান্ট ডেস্ক: বঙ্গ থেকে বিদায় নিয়েছে বৃষ্টি। লক্ষীপুজোও নির্বিঘ্নেই কাটল। পরিবর্তন হচ্ছে রাজ্যের আবহাওয়ার। বর্তমানে ঝড়-বৃষ্টি কাটিয়ে শীতের আমেজ ধরা দিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কখনও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২-৩ দিন রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

রবিবারও সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাংশে মেঘলা আকাশ। কমেছে তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর, আজ রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কয়েক দিনে কলকাতা সহ দুই বঙ্গেই বেশ কিছুটা কমবে তাপমাত্রা। আগামী ৫ দিনে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

নভেম্বরের শুরুতেই বঙ্গে শীতের আগমন ঘটতে চলেছে। হাওয়া অফিসের পূর্বাভাস, পশ্চিমের জেলায় তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামতে পারে আগামী ৩-৪ দিনে। শীঘ্রই শীতের আমেজে গাঁ ভাসাতে পারবে রাজ্যবাসী। রাজ্যে প্রবেশ করবে উত্তুরে হাওয়া।

আরও পড়ুন: আজকের রাশিফল ২৯ অক্টোবর রবিবার! সূর্যদেবের কৃপায় ঘুঁচবে অর্থচিন্তা, ফুলে-ফেঁপে উঠবে চার রাশি

খামখেয়ালীপনায় স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই সতর্ক থাকা উচিৎ। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই শুষ্ক থাকবে আবহাওয়া। তবে বাংলায় ক্রমশ জাঁকিয়ে বসবে উত্তরে হাওয়া।

weather winter

আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র পর ED-র নজরে কারা? সামনে এল ‘বড়-বড়’ নামের তালিকা, থরহরিকম্প রাজ্যে

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমবে, সঙ্গে শীতের আমেজও বাড়বে। দক্ষিণবঙ্গে কিছুটা কমেছে তাপমাত্রা।উত্তরবঙ্গেরও (North Bengal) ইতিমধ্যেই শীত পড়তে শুরু করেছে। ধীরে ধীরে জাঁকিয়ে বসবে ঠান্ডা। রবিবারও উত্তরবঙ্গের তাপমাত্রা একই থাকবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর