বাংলা হান্ট ডেস্ক: বঙ্গে শীতের (Winter) আমেজ। অক্টোবরের শেষ উইকেন্ডে হালকা ঠান্ডা, সূর্যের উঁকি। এককথায় মনোরম পরিবেশ। রাজ্য থেকে বিদায় নিয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস, কখনও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শহর কলকাতাতেও (Kolkata) আজ কিছুতেই নামলো তাপমাত্রা।
রবিবার মহানগরীতে ২১ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা। আপাতত দু-তিন দিন তাপমাত্রার সেরম পরিবর্তন হবে না। তবে নভেম্বরের শুরুর দিকে ফের হালকা গরম বাড়বে। আগামী ২-৩ দিন রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
ওদিকে পশ্চিমের জেলা গুলিতে আজ তাপমাত্রা ২০ ডিগ্রি বা তার নীচে। রবিবারও সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাংশে মেঘলা আকাশ। কমেছে তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দফতর ( Weather Office) সূত্রে খবর, আজ রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন: ‘বাকিবুরকে চিনি, অফিসে আসত আর…’, টানা ED জেরায় যা যা ফাঁস করলেন জ্যোতিপ্রিয়র আপ্তসহায়ক
মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দুই বঙ্গেই বেশ কিছুটা কমবে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস, পশ্চিমের জেলায় তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে আগামী ২-৩ দিনে। বিশেষ করে রাতের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় শীত বাড়তে থাকবে।
আরও পড়ুন: রেশন দুর্নীতিকাণ্ডে নয়া টুইস্ট! বাকিবুরের সঙ্গে হাজির রাখি সওয়ান্ত, তোলপাড়
রাজ্যে প্রবেশ করবে উত্তুরে হাওয়া। খামখেয়ালীপনায় স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই সতর্ক থাকা উচিৎ। উত্তরবঙ্গেরও (North Bengal) ইতিমধ্যেই শীত পড়তে শুরু করেছে। ধীরে ধীরে জাঁকিয়ে বসবে ঠান্ডা। রবিবারও উত্তরবঙ্গের তাপমাত্রা একই থাকবে। খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। বেশ কিছু জেলায় মেঘলা আকাশ।