সপ্তাহের প্রথমদিন ভিজবে দক্ষিনবঙ্গের ৮ টি জেলা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! জানুন আবহাওয়ার আপডেট

Published on:

Published on:

South Bengal Weather 8 districts of South Bengal to get wet on the first day of the week weather update

বাংলা হান্ট ডেস্ক: বর্ষা প্রবেশের পর থেকে জেলায় জেলায় বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। যদিও এবার বর্ষা যাওয়ার পালা। তবুও বৃষ্টি যেন রেহাই দিচ্ছে না দুই বঙ্গকে। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে (North Bengal) হতে পারে ভারী বৃষ্টি।

সপ্তাহের শুরুতে কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া, জানুন(South Bengal Weather)

আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। দক্ষিণ বঙ্গের আটটি জেলা ও কলকাতায় বৃষ্টি হবে। এমনকি সোমবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

হাওয়া অফিসে পূর্বাভাস অনুযায়ী, এদিন হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।

South Bengal Weather 8 districts of South Bengal to get wet on the first day of the week weather update

আরও পড়ুন:বিপদের লাল সংকেত মেট্রো সুড়ঙ্গে! বড়সড় দুর্ঘটনার আশঙ্কার আগে নড়েচড়ে বসলেন কর্তৃপক্ষ

তবে পশ্চিমবঙ্গের উপকূলে আপাতত কোন সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। বর্তমানে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা সরাসরি প্রভাব পড়ছে না বঙ্গে। তবে দক্ষিণ ওড়িশা উপকূল সংলগ্ন পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আরও কিছুদিন ঝড়ো হাওয়া বইবে। সেই সময় সমুদ্র মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়াও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। রবিবার থেকে উত্তরবঙ্গের, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে সেই পূর্বাভাস রয়েছে। এছাড়াও বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাত সোমবার থেকে বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বৃহস্পতিবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।