আবহাওয়া হঠাৎ বদল! কলকাতায় তাপমাত্রা বাড়লেও, উত্তরে জাঁকিয়ে ঠান্ডা, ওয়েদার আপডেট

Published on:

Published on:

South Bengal Weather a new game is afoot in both parts of Bengal this weekend
Follow

বাংলা হান্ট ডেস্ক: বছরের প্রথম দিন থেকেই হাড় কাঁপানো ঠান্ডা উপভোগ করছে দক্ষিণবঙ্গবাসী (South Bengal Weather)। তবে এবার এক ধাক্কায় প্রায় ২ ডিগ্ৰি বেড়ে গেল কলকাতার তাপমাত্রা। যদিও আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে আগাম জানানো হয়েছিল, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। সেই অনুযায়ী শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম।

কেমন থাকবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের আবহাওয়া? (South Bengal Weather)

বছরের প্রথম দিন থেকেই কলকাতায় ঠান্ডা পড়েছে বেশ অনেকটাই। এছাড়াও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রা রেকর্ডও ছুঁয়েছে। এই শীত উপভোগ করছে দক্ষিণ বঙ্গবাসী। তবে এই ঠান্ডা আর বেশিদিন থাকবে না বলে জানালো আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। পাশাপাশি বাড়বে কুয়াশা।

South Bengal Weather a new game is afoot in both parts of Bengal this weekend

আরও পড়ুন: সপ্তাহান্তে জল-জঙ্গল-নীরবতা উপভোগ করতে, মাত্র ৩ ঘণ্টায় প্রিয়জনকে নিয়ে পৌঁছে যান কৈখালি

আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে এই সপ্তাহে খুব বেশি শীত পড়া সম্ভাবনা আর নেই। শুক্র ও শনিবার তাপমাত্রা কিছুটা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এরপর তিনদিন তাপমাত্রা একই জায়গায় থাকবে। তাছাড়া আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আবার ঠান্ডা বাড়তে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত নতুন করে পারদ পতন হবে বাংলার সব জেলাতে। তখন আবার জাঁকিয়ে ঠান্ডা পড়বে। তবে আগামী সাতদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।  তীব্র কুয়াশার প্রভাব থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভোর এবং সকালের দিকে হালকা ও মাঝারি কুয়াশা দেখা যাবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather)পারদ কিছুটা উঠলেও উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত পড়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কিছুদিন এই তাপমাত্রার খুব একটা হেরফের হবেনা। একই থাকবে উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া। তবে চলতি সপ্তাহের সপ্তাহ আনতে দার্জিলিঙে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বরফ পড়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গের জেলাগুলি শুকনোই থাকবে। কিন্তু দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।