বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গের (South Bengal weather) আকাশে কালো মেঘ জমেছে। ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় রাজ্য জুড়ে সক্রিয় বর্ষা। ইতিমধ্যেই শহর কলকাতা-সহ একাধিক জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে আজ, শনিবার থেকে দক্ষিণবঙ্গ (South Bengal weather) জুড়ে বৃষ্টির মাত্রা আরও বাড়তে চলেছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। রবিবার পর্যন্ত এই ধারা বজায় থাকবে বলেই পূর্বাভাস।

মৌসুমী অক্ষরেখার টানে দক্ষিণবঙ্গে (South Bengal weather) দুর্যোগের শঙ্কা
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা ছড়িয়ে রয়েছে উত্তর বঙ্গোপসাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে। এই দুইয়ের সংযুক্ত প্রভাবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া বইতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায়।
আজ শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal weather) প্রায় সব জেলাতেই মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ প্রকাশ্য রাস্তায় মহিলাকে মার শাসক দলের নেতার! ভাইরাল ক্লিপে নতুন বিতর্কে তৃণমূল

রবিবারে আরও তীব্র বৃষ্টি, কোথায় বাড়বে প্রভাব?
রবিবার বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও সকালের দিকে হালকা বৃষ্টি হলেও দুপুরের পর মেঘ ঘনিয়ে আসবে এবং বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি শুরু হবে। জল জমা, ট্র্যাফিক জ্যামের সমস্যায় নাজেহাল হতে পারে শহরবাসী। ফলে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরনো এড়ানোর পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।