ফের ঘনাচ্ছে দুর্যোগ! ১২ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather chance of rain again in bengal storm and rain warning in 12 districts

বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে শহরে ফের মেঘের ঘনঘটা। আবারও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে,বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল সক্রিয় হচ্ছে। যার ফলেকাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও, ইতিমধ্যেই একাধিক জেলায় সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? (South Bengal Weather)

আর কয়েকটা দিন পর পুজো। তবুও যেন উৎসবের মরশুমে বৃষ্টি পেছন ছাড়ছে না। ক্ষণে ক্ষণে ভোল বদলাচ্ছে আবহাওয়া। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েথৈ আজ ফের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। তবে ভারী বৃষ্টি না হলেও একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি ঝড়ের সতর্কতাও রয়েছে। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি নামতে পারে।

South Bengal Weather chance of rain again in bengal storm and rain warning in 12 districts

আরও পড়ুন: ক’টায় হবে দেবীর বোধন? মহাষ্টমীর অঞ্জলি ও সন্ধিপুজোর সময় জানুন এক নজরে

এছাড়াও, আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানিয়েছে, বর্তমানে জোড়া ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। এই দুইয়ের জেরে রাজ্যের অধিকাংশ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এই বৃষ্টি চলবে আগামী সপ্তাহের সোম-মঙ্গলবার পর্যন্ত।

তারপর থেকে আবহাওয়ার উন্নতি হবে। যদিও শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ১২ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তারমধ্য়ে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এই তালিকায় রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে (South Bengal Weather)।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে (North Bengal weather) শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দমকা হাওয়ায় পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। এছাড়াও উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও আগামী সপ্তাহে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলতে পারে।