জাঁকিয়ে শীতের আশা আর নয়? IMD জানাল তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ওপরে

Published on:

Published on:

South Bengal Weather disappointment for winter lovers the intensity of the cold will decrease says IMD
Follow

বাংলা হান্ট ডেস্ক: ডিসেম্বরের শুরুতে দক্ষিণবঙ্গে শীতের আমেজ (South Bengal Weather) পড়েছে সবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলি কেউ নেমেছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী সাতদিন রাজ্যের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে ডিসেম্বর যত গড়াচ্ছে পারদ নামছে।

শীতপ্রেমীদের হতাশা! কমবে ঠান্ডার তীব্রতা, জানাল IMD (South Bengal Weather)

কয়েক মাস আগে শীত নিয়ে দিল্লির মৌসুম ভবন (IMD) পূর্বাভাস দিয়েছেন, এই বছর কড়া ঠান্ডা পড়বে। বিশেষ করে উত্তর ভারতের দিকে শীতের কামড় জোরালো হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি চলবে শৈত্যপ্রবাহ। এছাড়া হাওয়া অফিস বলেছে, দক্ষিণবঙ্গের পশ্চিম জেলা গুলিতে চলতি সপ্তাহের তাপমাত্রা ১১-১৩ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকবে। কোথাও কোথাও ১০ ডিগ্রিতেও নামতে পারে এই তাপমাত্রা।

South Bengal Weather disappointment for winter lovers the intensity of the cold will decrease says IMD

আরও পড়ুন: এল নয়া নিয়ম! এই সার্টিফিকেট না দিলে আর মিলবে না স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা

কিন্তু লা নিনার প্রভাবের জেরে পূর্বাভাস দিয়েছিল এবার IMD সময়ের সঙ্গে দেখা যাচ্ছে। পাশাপাশি লা নিনার প্রভাবও দুর্বল। যার ফলে নির্যাস শীত নিয়ে অক্টোবরে যে পূর্বাভাস দিয়েছিল আইএমডি, তাতে বদলানো হল। তাছাড়া IMD সাম্প্রদায়িক আপডেট অনুযায়ী কড়া ঠান্ডা বাঁশিতে মরণ কামড় সম্ভবত হবে না। বিগত কয়েক বছর যেরকম ঠান্ডা পড়েছে সেই রকমই স্বাভাবিক শিট থাকবে এবারও।

এই বিষয়ে, IMD-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্রের কথায়, ‘La Nina মডেলের বিশ্লেষণ করে এই মুহূর্তে আমরা যা বুঝতে পারছি, মারাত্মক ঠান্ডা পড়বে বলে এখনই মনে হচ্ছে না। তাই নর্মাল শীতকাল হবে বলেই মনে করছি। যেমন বিগত কয়েক বছরে হয়েছে।’ তাছাড়া তিনি জানিয়েছেন যে, লালিনের প্রভাবের জেরে লা নিনা ঠান্ডার সম্ভাবনা ছিল। কিন্তু লা নিনা পরিস্থিতি অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। একই সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে আরও দুর্বল হবে বলে জানিয়েছে মৌসুম ভবন।

এছাড়া আইডিএম কর্তৃপক্ষ জানাচ্ছে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে থাকতে পারে। তবে দেশের বেশিরভাগ স্থানের অংশেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকবে। তবে উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশ যেমন দিল্লি, হরিয়ানা, রাজস্থানে রাতের তাপমাত্রা অনেকটাই কম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস (South Bengal Weather)।