বাংলা হান্ট ডেস্ক: ডিসেম্বর মাস পড়তে না পড়তে দক্ষিণবঙ্গে শীতের আমেজ পড়তে শুরু করেছে। পাশাপাশি বছর শেষের দিকে যত এগোচ্ছে, ততই পারাপতন হচ্ছে। জাঁকিয়ে শীত কি তবে এখন সময়ের অপেক্ষা? আলিপুর আবহাওয়া অফিস আগেই বলেছিল, সপ্তাহন্তে তাপমাত্রা কমবে কলকাতা সহ গোটা বাংলার। সেই পূর্বাভাস মিলল অক্ষরে অক্ষরে। সামান্য বাড়ল ঠান্ডা আমেজ। ১৪.৮ ডিগ্রি সেলসিয়াসে নামল কলকাতার তাপমাত্রা।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া জানুন (South Bengal Weather)
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমান সময় বঙ্গোপসাগরে কোথাও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল নেই। যার কারণবশত এই মুহূর্তে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। যার ফলে শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)।
তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে। দৃশ্যমানতা কিছুটা কমে আসতে পারে। তবে আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি। আলিপুর আবহাওয়া জানিয়েছে, তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না চলতি সপ্তাহে। আগামী সপ্তাহে পারদ আরও একটু নামতে পারে।

আরও পড়ুন: সপ্তাহান্তে যাত্রীদের স্বস্তি! সকাল থেকে চলবে ব্লু–গ্রিন লাইনের মেট্রো, এক ঝলকে দেখুন সময়সূচি
হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে, কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতার সমস্যা হবে। এই দৃশ্যমান্যতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কুয়াশার সংক্রান্ত সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর জানুন:
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হল, উত্তরবঙ্গে নিম্নমুখী তাপমাত্রা। এছাড়া দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতে আগামী সাতদিন অর্থাৎ আগামী সপ্তাহে চার থেকে ছয় ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে। তবে উত্তরবঙ্গের সমতল জেলাগুলির তাপমাত্রা থাকবে ১৩-১৫ ডিগ্রির মধ্যে। আগামী কয়েকদিন কুয়াশার দাপট কিছুটা কমতে পারে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাই শুষ্ক থাকবে আবহাওয়া।












