বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গের (South Bengal Weather) ধীরে ধীরে ঠান্ডা পড়তে শুরু করেছে। তবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বঙ্গে। পাশাপাশি বাড়বে আবারও কিছুটা তাপমাত্রা। তবে স্বাভাবিকের নিচে থাকা তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আসবে। এছাড়ো মঙ্গলবার পর্যন্ত রাজ্যে কুয়াশা সম্ভাবনা বাড়বে। আর এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে এর মধ্যে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? (South Bengal Weather)
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানিয়েছে, শনিবার শীতের আমেজ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) থাকলেও। রবিবার থেকে বাতাসের গতি বৃদ্ধির পরিবর্তন হতে পারে। পাশাপাশি কিছুটা তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের। যদিও মঙ্গলবার এর মধ্যে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। পাশাপাশি পশ্চিমের শুষ্ক ও শীতল হাওয়ার প্রভাব ও কমবে।

আরও পড়ুন: ঠান্ডায় কেন বাড়ে স্কিন ইচিং? ত্বকের এই সমস্যার কারণ ও প্রতিকার জানুন
এছাড়াও বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প গরম হাওয়া নিয়ে পূবালী বাতাস ঢুকবে। যার ফলে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। এর কারণবশত তাপমাত্রা আবারও কিছুটা বাড়তে পারে। তবে কুয়াশা সম্ভাবনা বাড়বে এ বিষয়ে আগাম সর্তকতা করেছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে। তাছাড়াও সব জেলাতেই কুয়াশা দেখা যাবে। এর পাশাপাশি বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে আসতে পারে। তবে খুব সকালের দিকে কুয়াশার দাপট থাকবে উপকূলের জেলাগুলিতে।
এক নজরে দেখে নিন কেমন থাকবে উত্তরবঙ্গের বঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস এর নিচে তাপমাত্রা থাকবে। এছাড়া আগামী ৭ দিন উত্তরবঙ্গের শীতের আমেজ বজায় থাকবে। তাপমাত্রা সেরকম বড় কোন পরিবর্তন হবে না। কিন্তু রবিবার থেকে উত্তরবঙ্গের নিচের দিকে কিছু জেলায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। পাশাপাশি কুয়াশা সম্ভাবনা ও বাড়বে। তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার পরিমাণ বেশি থাকবে।












