বাংলা হান্ট ডেস্কঃ ফের বৃষ্টির তাণ্ডব রাজ্যে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল দফায় দফায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। বঙ্গোপসাগরে ঘূর্ণাবতের জেরেই সপ্তাহান্তে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়ো হাওয়ার সাথে চলবে প্রবল বৃষ্টিপাত। দেখে নিন আগামীকালকের আবহাওয়ার আগাম পূর্বাভাস।
আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (৭–২০ সেমি)। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে জারি হয়েছে লাল সতর্কতা। সকাল থেকে একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে থাকবে বজ্রপাত।
রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুনঃ দু’দিনের বঙ্গ সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! পরিদর্শন করবেন এই বিশেষ স্থান
আগামীকাল সতর্কতা জারি উত্তরবঙ্গেও | North Bengal Weather
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদীসংলগ্ন অঞ্চলে জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে প্রশাসন।