নবমীতে ভাসবে কলকাতা! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি সর্তকতা, জানুন আজকের আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather forecast on Navami 1st october 2025

বাংলা হান্ট ডেস্কঃ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই অষ্টমী থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আজ মহা নবমী। আজকেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ নবমীর দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং নদিয়ার মতো জেলাগুলিতে আজ দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আজ ঠাকুর দেখতে বেরোলে দর্শনার্থীদের ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

শুধু দক্ষিণবঙ্গ (South Bengal Weather) নয়, উত্তরবঙ্গেরও (North Bengal Weather) একাধিক জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার-সহ উত্তরের প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। তবে এখানেই শেষ নয়। আবহবিদদের আশঙ্কা, নবমীর পর থেকে উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টির দাপট। দশমীর পর ভারী বর্ষণ হতে পারে দার্জিলিং থেকে কোচবিহার সর্বত্র।

পুজোর ভিড়ে স্বাভাবিক ভাবেই রাজপথে মানুষের ঢল নামবে। ঠিক এই সময় বৃষ্টির পূর্বাভাসে যান চলাচল এবং জনজীবনে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে অচল হয়ে পড়েছিল শহর কলকাতা। যদিও সেই পরিস্থিতি মোকাবিলায় পুরসভা থেকে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলেই জানা যাচ্ছে।

South Bengal Weather forecast on Navami 1st october 2025

আরও পড়ুনঃ এক ঝটকায় দাম বাড়ল ১,৫০০ টাকা! টাটার এই শেয়ার প্রথমবার পেরোল ১০,০০০-এর গণ্ডি

আপাতত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টির পূর্বাভাস নিয়ে কার্যত চিন্তায় রয়েছে শহরবাসী। নবমীতেও ঠাকুর দেখতে বেরোয় দর্শনার্থীরা। কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নবমীতে দর্শনার্থীরা ঠাকুর দেখতে পারবে কিনা তা নিয়ে চিন্তায়।