সন্ধিপুজোর আগেই শুরু বৃষ্টি, দক্ষিণবঙ্গে বজ্রঝড়ের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর

Published on:

Published on:

South Bengal Weather Heavy Rain Alerts Issued Hits on Ashtami

বাংলা হান্ট ডেস্কঃ অষ্টমীর সকালটা শুরু হয় প্রবল আর্দ্রতা আর ভ্যাপসা গরম দিয়ে। কিন্তু হঠাৎ আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে। আকাশের কোণে মেঘ জমতে দেখা যায়। অঞ্জলি শেষে সন্ধিপুজোর আগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে শহরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কলকাতায় (Kolkata weather today) এক-দু’টি জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুপুরের দিকে বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছিল। বাইপাস সংলগ্ন পূর্ব কলকাতায় দুপুর ১২ টার দিকে ঝমঝমে বৃষ্টি নেমে যায়।

সন্ধি পূজার আগে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি

আবহাওয়ার দপ্তরের রিপোর্টে আরও বলা হয়েছে যে, সকালটা অস্বস্তিকর ভ্যাপসা গরমে কাটলে ও বিকেলের আগেই পরিস্থিতি পরিবর্তন হবে। সেই মতো অষ্টমীর সকাল ভ্যাপসা গরম ও আদ্রতা জনিত অস্বস্তি নিয়েই অঞ্জলি দিয়েছে শহরবাসী। তবে সন্ধি পুজোর আগেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় শুরু হয়ে যায় বৃষ্টি। একাধিক জায়গায় বজ্রঝড় ও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিন হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ১ অক্টোবর আন্দামান সাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। কলকাতা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি হতে পারে।

Heavy Rain Alerts Issued Hits South Bengal on Ashtami

আরও পড়ুনঃ প্রতারণা থেকে হেনস্তা, বছরে ৩০ শতাংশ বেড়েছে সাইবার অপরাধ, NCRB রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

দূর্গাপুজোর প্যান্ডেল ও মণ্ডপে সতর্কতা নেওয়ার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়া আরও পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে। কলকাতার বড় পুজো মণ্ডপ পরিচালকদের পাশাপাশি সাধারণ মানুষকেও আবহাওয়ার পরিবর্তনের প্রতি সতর্ক থাকার জন্য বলা হয়েছে।