বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টির খামখেয়ালিতে নাজেহাল দক্ষিন বঙ্গবাসী (South Bengal Weather)। শ্রাবণ মাসে বাইশ টা দিন হয়ে যাওয়ার পরও প্রতিদিনই বৃষ্টি তার দাপুটে দেখিয়ে বেড়াচ্ছে দুই বঙ্গে। আবহাওয়া দফতরের সূত্রের খবর, নিম্নচাপ অক্ষরেখা ও একাধিক ঘূর্ণাবর্তের জেরে আগামী এক সপ্তাহ জুড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা (Heavy Rainfall) রয়েছে। পাশাপাশি আগামী সপ্তাহে দক্ষিণ বঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন হাওয়া অফিস।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? (South Bengal Weather)
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মধ্য বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর অবস্থান করেছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখার আপাতত ফিরোজপুর থেকে অরুণাচল পর্যন্ত বিস্তীর্ণ হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও অসমের উপরে একটি জোড়া ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। এছাড়াও হিমাচল প্রদেশ ও উত্তরাখান সীমান্তের ওপরও এই ঘূর্ণাবর্ত্যের প্রভাব রয়েছে। এই ঘূর্ণাবর্তের জেরে দুই বঙ্গে ঝড় বৃষ্টি জারি থাকবে।এছাড়াও আবহাওয়া দফতরের (Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। তবে এর মাঝেই তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে।
আরও পড়ুন: বর্ষায় মুঠো মুঠো চুল উঠছে? ঘরোয়া এই টোটকায় পাবেন নিমেষে মুক্তি, জানুন টিপস
হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে আজ অর্থাৎ শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম , মুর্শিদাবাদ সহ কলকাতার বিভিন্ন এলাকা ভারি বৃষ্টিপাত (Heavy Rainfall)হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়ায়? (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal Weather) জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ার শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার জেরে জারি রয়েছে কমলা সতর্কতা।