বাংলা হান্ট ডেস্ক: পুজো আসতে বাকি মাত্র ২২ দিন। সেপ্টেম্বর পড়তে না পড়তে দক্ষিণবঙ্গের জুড়ে বৃষ্টির দাপট কমল তো নাই বরং বাড়ল। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আগামী ছয়দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। শুধু তাই নয় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এর ফলে পুজোর আগে উৎসবের মরশুমে ছেদ পড়বে।
এক নজরে দেখে নিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? (South Bengal Weather)
শহরে ফের মেঘের ঘনঘটা। আবারও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে,বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনও নিম্নচাপ অঞ্চল সক্রিয় নেই।
আরও পড়ুন: পুজোর শপিংয়ে বাড়তি খুশি, ফ্লিপকার্ট-আমাজনের সেলের দিনক্ষণ প্রকাশিত
তবে রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার ফলে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। এছাড়াও আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার থেকে দুই দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূমের মতে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কলকাতা সহ কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। তবে পাশাপাশি শনি ও রবিবার দক্ষিণবঙ্গে কিছুটা পরিমাণ ঝড় বৃষ্টি কম থাকবে। তবে সোমবার থেকে আবারও এই ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে (North Bengal Weather) বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে । উত্তর বঙ্গের (North Bengal) পাঁচ জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এছাড়াও আগামী সপ্তাহে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।