ভয়ঙ্কর রূপ নিচ্ছে নিম্নচাপ! ফের দুর্যোগের ঘনঘটা দুই বঙ্গে, আবহাওয়ার লেটেস্ট খবর

Published on:

Published on:

South Bengal Weather low pressure is taking a terrifying turn disasters are again in the two states of Bengal

বাংলা হান্ট ডেস্ক: শহরে ফের মেঘের ঘনঘটা। আবারও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহে আরও একটি নিন্মচাপ সৃষ্টি হয়েছে। যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে।

জানুন দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর (South Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বর্তমানে যা অবস্থা, তা দেখে অনেকেরই মনে একটি প্রশ্ন হচ্ছে বৃষ্টি কবে থামবে। এই বিষয়ে কি বলছেন আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এছাড়াও দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই। এছাড়ো মঙ্গলবার পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্ৰাম, পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। মঙ্গলবারও এই জেলাগুলি ভিজবে। তবে সপ্তাহান্তের শেষে আবারাও বৃষ্টিপাত হতে পারে।

South Bengal Weather low pressure is taking a terrifying turn disasters are again in the two states of Bengal

আরও পড়ুন: কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন? তাহলে সন্ধ্যার টিফিনে থাক অর্ধেক পেঁপে দিয়ে স্পেশাল এই রেসিপিটি

যদিও সোমবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছিল। পাশাপাশি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও হয়েছিল। তবে বর্তমানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আছে। যার ফলে বৃষ্টি না হলে আদ্রতা জ্বলন্ত অস্বস্তি থাকবেই।

জানুন উত্তরবঙ্গেও আবহাওয়া খবর (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দমকা হাওয়ায় পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। এছাড়াও উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতেও আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলতে পারে।