শীতের আগমনে কলকাতার পারদ নামল স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি, জেলাগুলোতে শীতের ছোঁয়া

Published on:

Published on:

South Bengal Weather mercury drops suddenly winter chill felt in districts
Follow

বাংলা হান্ট ডেস্ক: নভেম্বরের শুরুতে এসে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) উত্তুরে হাওয়া দাপট দেখাতে শুরু করেছে। বুধবার কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির ঘরে নেমে যায়। আবহাওয়া দপ্তর বলছে, আগামী তিন-চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার আরও পতন হবে। এছাড়াও আপাতত এই সপ্তাহে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

কলকাতার পারদ পড়ল হঠাৎ, জেলাগুলোতে অনুভূত শীতের আমেজ (South Bengal Weather)

যদিও রোববার কলকাতার তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াস এর নিচে। এমনকি চলতি সপ্তাহের অন্যথা হয়নি। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮° সেলসিয়াসের ঘরে। যেটা বুধবার কমে হয় ১৭ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ৩.১ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে যদিও এখনো শীত আসেনি তবে কিছুদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে শীত প্রবেশ করতে চলেছে (South Bengal Weather)।

South Bengal Weather mercury drops suddenly winter chill felt in districts

আরও পড়ুন: ফাটা ঠোঁটকে বিদায় দিন, একরাতে মোলায়েম করার সহজ ঘরোয়া টোটকা

এছাড়াও কোথাও কোথাও সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল। তবে দিন হওয়ার পর আকাশ পরিস্কার থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। এর পাশাপাশি, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

এছাড়াও আগামী দু-তিনদিনে দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রিতেও নামার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমার সাথে সাথে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল-রাতে কুয়াশার প্রভাবও বাড়বে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার দাপট অধিক লক্ষ্য করা যাবে।

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গেও কুয়াশার প্রভাব রয়েছে। পাশাপাশি আগামী কয়েক দিন তাপমাত্রা কম থাকবে উত্তরবঙ্গে। এবং আগামী ২ থেকে ৩ দিন ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া। তবে দার্জিলিং ও কালিম্পং শহরে হালকা বৃষ্টি হলেও বাকি জেলাগুলি শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।