নবমী নিশিতে ফের দুর্যোগের ঘনঘটা, পুজোর শেষলগ্নে ‘ভিলেন’ হবে বৃষ্টি?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে পুজো। নবমী নিশি পোহালেই বিজয়ার সুরে চোখ ভিজবে সকলের। এবার পুজোয় আগে থেকেই আশঙ্কা ছিল বৃষ্টিতে (South Bengal Weather) সবটা পণ্ড হওয়ার। পুজোর মাঝে কয়েকদিন আকাশ পরিস্কার থাকলেও নবমীতে ফের বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা। আগামীদিনে কেমন থাকবে আবহাওয়া (South Bengal Weather)?

নবমী থেকেই ফের বৃষ্টির (South Bengal Weather) দুর্যোগ

নবমী অর্থাৎ বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার থেকেছে। দুপুর হতেই পূর্বাভাস সত্যি করে আকাশ কালো করে এক পশলা বৃষ্টি হয়েছে কলকাতা সহ সংলগ্ন একাধিক এলাকায়। আবহাওয়া দফতরের (South Bengal Weather) তরফে জানানো হয়েছে, নবমীর দিন বিকেল পর্যন্ত কলকাতা সহ উত্তর চব্বিশ পরগণা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির (South Bengal Weather) সম্ভাবনা রয়েছে।

South Bengal Weather on last days of durga puja

নতুন করে নিম্নচাপের আশঙ্কা: পূর্বাভাস বলছে, কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে দোসর হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর (South Bengal Weather) জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আবারও এক নতুন নিম্নচাপ তৈরি হয়েছে। নবমীর বিকেলে মধ্যেই নিম্নচাপে (South Bengal Weather) পরিণত হতে পারে তা। তার জেরেই পুজোর শেষ মুহূর্তে দুর্যোগ সঙ্গী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন : নবমী মানেই মটন, ঠিক কোন সময়ে দই দেওয়া উচিত মাংস রান্নায়? রইল এক্সপার্ট টিপস

আগামীকাল কেমন থাকবে আবহাওয়া: বৃহস্পতিবার দশমীর দিনও বৃষ্টির জেরে প্যান্ডেল হপিং ভেস্তে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে এদিন ভারী বৃষ্টির (South Bengal Weather) সতর্কতা জারি করা হয়েছে। পুজোর পর শুক্রবার এবং শনিবারও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন : উৎসবের আবহে মিষ্টিমুখের সুযোগ, ফের DA বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও পুজোর শেষে ভোগান্তি বাড়াবে বৃষ্টি। নবমীতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং সহ উত্তরের ৫ জেলায় দশমীতে ঝড়বৃষ্টি আরও বাড়বে বলে সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগ অব্যাহত থাকবে শুক্র এবং শনিবারও। মালদহ এবং দুই দিনাজপুরেও এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।