শনিবারে বাড়বে বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৮ জেলায় বড় সর্তকতা জারি, আবহাওয়ার আগাম খবর

Published on:

Published on:

South Bengal Weather rain to increase on saturday High alert issued in 8 districts of South Bengal

বাংলা হান্ট ডেস্ক: গত কয়েকদিন ধরে ফের ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত টানা বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিসে তরফ থেকে আরও জানানো হয়েছে, বঙ্গোপসাগরের ওপরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। যার জেরে অবিরাম বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)।পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে। যার জেরে দক্ষিণ বঙ্গে (South Bengal Weather) একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

জানুন দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর (South Bengal Weather)

ফের যেন শহরে বৃষ্টির ঘনঘটা। আবহাওয়া দফতরের (Meteorological Department) তরফ থেকে ঘূর্ণাবর্তের আগাম সতর্কতা জারি করেছিল। এছাড়াও হাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার দক্ষিণের একাধিক জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দোসর হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়। অর্থাৎ দক্ষিণের (South Bengal Weather) সব জেলাতেই হলুদ সতর্কতা জারি হয়েছে। এছাড়াও, কলকাতাতেও টানা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে।

পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আজ অর্থাৎ শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম , মুর্শিদাবাদ সহ কলকাতার বিভিন্ন এলাকা ভারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

South Bengal Weather rain to increase on saturday High alert issued in 8 districts of South Bengal

আরও পড়ুন: বড় মুশকিল আসান, বিরাট আপডেট WhatsApp-এ! নতুন কী ফিচার এল?

এছাড়াও, আবহাওয়া দফতরের (Meteorological Department) তরফ থেকে জানানো হয়েছে, শনিবার থেকে দক্ষিণ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূমের মতে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়, কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।

দক্ষিনবঙ্গের (South Bengal) পাশাপাশি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে । উত্তর বঙ্গের (North Bengal) পাঁচ জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এছাড়াও আগামী সপ্তাহে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।