বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার থেকেই বাংলায় ‘খেল’ দেখাতে শুরু করেছে বৃষ্টি। নিম্নচাপের জেরে শনিবার সকাল থেকে ভিজছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা। উপকূলের জেলাগুলিতে চলছে ‘তাণ্ডব’। কতদিন চলবে এই দুর্যোগ? আবহাওয়ার পূর্বাভাস (Weather Update) কী বলছে দেখে নেওয়া যাক।
শনি-রবিতে প্রবল দুর্যোগের সম্ভাবনা (South Bengal Weather)!
আগেই জানা গিয়েছিল, মধ্য মায়ানমারে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হতে শুরু করেছে। বর্তমানে সেটি নিম্নচাপের আকার নিয়ে দক্ষিণ পূর্ব বাংলাদেশে এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গেই অতি সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী অক্ষরেখা! এই দুইয়ের জোড়া ফলায় বাংলার জেলায় জেলায় বর্ষণ হচ্ছে (South Bengal)। আজ এবং আগামীকাল প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
- কতদিন থাকবে এই আবহাওয়া?
আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে। অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে কয়েকটি জেলায়। দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের নাম রয়েছে সেই তালিকায়। আগামীকালও বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে (Rainfall Alert) বলে জানানো হয়েছে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে।
আরও পড়ুনঃ পাঁচ দফা দাবির সঙ্গে সমঝোতা নয়! আলোচনায় বসতে রাজি, জানালেন জুনিয়র ডাক্তাররা
এদিকে কলকাতায় আজ সারাদিন টুপটাপ চলতেই থাকবে। জানা যাচ্ছে, আগামী সোমবার অবধি এই নিম্নচাপের প্রভাব থাকবে রাজ্যে। সোমবারের পর আস্তে আস্তে এর শক্তিক্ষয় হতে শুরু করবে। এরপর এটি সাধারণ নিম্নচাপ হতে শুরু করবে। আগামী সোমবার অবধি দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টি চলবে বলে খবর।
আবহাওয়ার বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে রবিবার অবধি মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। সমুদ্র উত্তাল হবে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। ৫০ থেকে ৫৫ কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর। উপকূলবর্তী অঞ্চলগুলিতে হাওয়ার গতিবেগ থাকবে ৪৫ থেকে ৫৫ কিমি।
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মতো ঝেঁপে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গেও একাধিক জেলায় আকাশের মেঘ ভার। কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, মালদা এবং উত্তর দিনাজপুরে। শনি এবং রবিবার উত্তরের প্রায় প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার