ফের বর্ষার দাপট! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় জারি হল সর্তকতা? আজকের আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather report today 31july 2025

বাংলা হান্ট ডেস্কঃ এখনই বদলাচ্ছে না দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)। ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে বিগত কয়েকদিন ধরে কলকাতার সকাল শুরু হচ্ছে মেঘলা আকাশ আর হালকা বৃষ্টির ছোঁয়ায়। বৃহস্পতিবারেও সেই একই ছবি স্পষ্ট। আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের শেষদিন পর্যন্ত বজায় থাকবে এই বৃষ্টির ধারা। সক্রিয় বর্ষা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলা।

আলিপুর হাওয়া অফিসের বিশেষ রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলের কাছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, যা দিঘা হয়ে বিস্তৃত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এই দু’য়ের মিলিত প্রভাবে রাজ্যের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কোথাও কোথাও দু’দিন ধরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে, এই চার জেলায় ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবারও একইরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে ভারী বৃষ্টির আলাদা সতর্কতা দেওয়া হয়নি। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তবে বড়সড় দুর্যোগের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার পরিস্থিতি | Kolkata Weather Update

রাজ্যের রাজধানী শহর কলকাতাতেও আগামী চারদিন চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বুধবার শহরের তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ মাত্রা ১০০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। বাতাসে আদ্রতা বেশি থাকার কারণে আজকের আবহাওয়া থাকবে কিছুটা অস্বস্তিকর।

South Bengal Weather report today 31july 2025

আরও পড়ুনঃ আজকের রাশিফল ৩১ জুলাই, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির

উত্তরের জেলাগুলিতে কমলা সতর্কতা | North Bengal Weather Update

উত্তরবঙ্গেও (North Bengal Weather) বৃষ্টি চলছে টানা। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, মালদা ও উত্তর দিনাজপুরে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে পারে জলপাইগুড়ি, কালিম্পং, দক্ষিণ দিনাজপুরে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি হয়েছে কমলা সতর্কতা। ৫ অগস্ট পর্যন্ত চলবে এই আবহাওয়াজনিত দুর্যোগ।