বাংলা হান্ট ডেস্ক: বঙ্গোপসাগরের ওপরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ।পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে। যার জেরে দক্ষিণ বঙ্গে (South Bengal Weather) একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের জেরে যদিও ঘন মেঘ দক্ষিণবঙ্গের উপর দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করেছে। যার ফলে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
জানুন দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর (South Bengal Weather)
আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে দক্ষিণ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূমের মতে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়, কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ঝড়ো হাওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সময় সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: বয়সকে রাখুন ‘২০’-র কোঠায়! প্রতিদিনের ডায়েটে যোগ করুন এই ভিটামিন খাবার গুলো, তারপর দেখুন ম্যাজিক
এছাড়াও, চলতি সপ্তাহের শেষের দিকে বিক্ষিপ্তভাবে বঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস জানিয়েছেন হাওয়া অফিস (Meteorological Office)। চলতি সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরের বুকে আরও একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণবঙ্গের (South Bengal) পাশাপাশি এই সপ্তাহের উত্তরবঙ্গে (North Bengal) বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকে পাঁচটি জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস।