এক ধাক্কায় পারদের পতন! কলকাতা ও দার্জিলিংয়ে তাপমাত্রা নিম্নমুখী, জাঁকিয়ে শীতের সতর্কতা

Published on:

Published on:

South Bengal Weather temperatures drop in Kolkata and Darjeeling winter alert issued
Follow

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীতের আমেজ আসলো। কারণ এক ধাক্কায় আরও ২ ডিগ্রী নেমে গেল পারদ। পাশাপাশি ভোরের দিকে কুয়াশার ঢাকলো কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা। যদিও দিন কয়েক আবহাওয়ার খামখেয়ালি পনার পর শীতের আমেজ বঙ্গে ফেরায়, খুশি হয়েছেন বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী দু’থেকে তিন দিন বঙ্গের তাপমাত্রা এমনই থাকবে। এর মধ্যে পারদ ওঠা-নামার খুব একটা বেশি সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে সপ্তাহশেষে জাঁকিয় শীতের সম্ভাবনা (South Bengal Weather):

খাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই আজও সকাল বেলায় ঘন কুয়াশা ছিল। বেলা বাড়ানোর সঙ্গে সঙ্গে কিছুটা কুয়াশা কেটেছে। তবে যেসব জেলাগুলিতে কুয়াশা বেশি দেখা গিয়েছে সেগুলি হল- হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এছাড়াও রাতের দিকে খানিকটা কুয়াশা থাকবে একাধিক জায়গায়।

South Bengal Weather temperatures drop in Kolkata and Darjeeling winter alert issued

আরও পড়ুন: কিশোরের ক্রিয়েটিভিটি! পাথরকে ঘড়িতে পরিণত করল; ৬ কোটি ভিউ বিক্রি হল ৫ হাজারে, ভাইরাল ভিডিও

আলিপুর হাওয়া অফিস আরও জানিয়েছেন, আগামী দুতিন দিন বঙ্গের সর্বত্র তাপমাত্রা এমন থাকবে। তবে শক্তির হারিয়ে আগেই নিম্নচাপ যেহেতু ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তামিলনাড়ুর উপকূলের কাছাকাছি রয়েছে। এছাড়াও এই নিম্নচাপ থেকে লক্ষ্যদীপ পর্যন্ত একটি অক্ষরেখা বৃস্তৃত রয়েছে। যেটা কর্ণাটক ও কেরলের ওপর দিয়ে গিয়েছে। তবে আগামী ৫ ডিসেম্বর নতুন করে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢোকার কথা রয়েছে। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, সপ্তাহের শেষে বঙ্গে উত্তর ও পশ্চিমের বাতাসের দাপট বাড়বে। পাশাপাশি বাজাবে শীতের আমেজ।

দক্ষিণবঙ্গের পাশাপাশি জেনে নিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গেও শীত লাফিয়ে বাড়ছে। সপ্তাহের শেষে আরো বেশ কিছুটা তাপমাত্রা নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এই মুহূর্তে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। স্বাভাবিকভাবে শুষ্ক থাকবে আবহাওয়া। তবে কোথাও কোথাও মেঘলা আকাশ থাকা সম্ভাবনা রয়েছে। এছাড়া কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বেশ কিছু জায়গায় কুয়াশা বেশি থাকবে। এছাড়ার দার্জিলিং, কালিংপং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর সহ সব জায়গাতে কমবেশি কুয়াশার দাপট থাকবে।