হাড়ে কাঁপুনি বাড়াবে ঠান্ডা! স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কমছে, জানাল হাওয়া অফিস

Published on:

Published on:

South Bengal Weather temperatures will drop further due to northerly winds
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার ধীরে ধীরে জল্পনার অবসান হতে চলেছে। কারণ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীত আসতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতার এখন তাপমাত্রা ১৭ ডিগ্রী সেলসিয়াস এর ঘরে ঘোরাফেরা করছে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে লাগাত পতন হচ্ছে পারদের। যার ফলে সেখানে শীত পড়ে গেছে বললেই চলে। কারণ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৩-১৪ ডিগ্রী সেলসিয়াস এর কাছাকাছি।

বঙ্গে উত্তুরের হাওয়ায় আরও নামবে তাপমাত্রা, জানুন আবহাওয়ার খবর (South Bengal Weather)

পশ্চিমী ঝঞ্ঝা না থাকার ফলে, বঙ্গে পশ্চিমে শীতল বাতাস অবাধে প্রবেশ করছে। যার ফলে বৃহস্পতিবার থেকে হালকা শীত নেমে এসেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। এছাড়া বঙ্গোপসাগরের উপর কোন সিস্টেম নেই। যার ফলে শীতল পশ্চিমী হাওয়ার প্রভাবে রাজ্যের তাপমাত্রা বেশ অনেকটাই কমেছে বলে জানাচ্ছেন হাওয়া অফিস।

South Bengal Weather temperatures will drop further due to northerly winds

আরও পড়ুন: শীতের সন্ধ্যা হোক আরও বিশেষ, রাঙালু দিয়ে বানান মুখরোচক এই চাট, প্রণালী রইল

এছাড়াও সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি উপকূলের জেলা ও পার্বত্য অঞ্চলে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বলে আগাম সর্তকতা করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এর মধ্যে বঙ্গে আর কোন বৃষ্টির সম্ভাবনা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা অস্বস্তিবোধ হলেও। সকালে ও রাতের দিকে শীতের আমেজ থাকবে।

আবহাওয়া অফিসে তরফ থেকে আরও জানানো হয়েছে, আগামী শনিবার পর্যন্তই দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনটাই থাকবে। যদিও রবিবার কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। বঙ্গোপসাগরের জলীয় ও গরম পূবালী বাতাস বইবে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। কিন্তু রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে।

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি, উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এবং নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরে প্রথমের দিকে দুই বঙ্গে জাকিয়ে শীত পড়বে বলে আগাম সর্তকতা করেছে হাওয়া অফিস।