বাংলা হান্ট ডেস্ক: বঙ্গজুড়ে ফের দাপট দেখাবে বৃষ্টি (South Bengal Weather)। আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী রবিবার পর্যন্ত বঙ্গে বৃষ্টি জারি থাকবে। হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে, বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) ?
শুক্রবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ ছিল দক্ষিণবঙ্গের। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়। এই প্রসঙ্গে, হাওয়া অফিস জানিয়েছে, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা( Kolkata) ও শহরতলী অঞ্চলের পাশাপাশি পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, দুই২৪ পরগনায়।
এছাড়াও, শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে ১০ জেলায়। শনিবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনাতে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ওই দিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
আরও পড়ুন: বিয়ের চাপে “অতিষ্ঠ”, প্রেমিকাকে খুন যুবকের! পুলিশ “অ্যাকশন” নিতেই যা হল…..
শনিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ারেও রয়েছে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারের তুলনায় শনিবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে। এছাড়াও রবিবার জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।