বাংলা হান্ট ডেস্কঃ ধীরে ধীরে রাজ্যে জাঁকিয়ে বসছে শীত।এখন বাধাহীনভাবে বইছে ঠান্ডা হাওয়া। এর জেরেই পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৩ থেকে ১৪ ডিগ্রির মধ্যে। কলকাতাতেও কমছে পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। নভেম্বরের শেষ থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ঠান্ডা হাওয়ার জোর আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
হাওয়া অফিসের পূর্বাভাস
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী হানা গিয়েছে, নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরু থেকে উত্তর-পশ্চিম দিকের ঠান্ডা হাওয়ার প্রভাব আরও বাড়বে। তখন তাপমাত্রা আরও কমবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কলকাতা এবং আশপাশে আরও প্রবল হবে শীতের প্রভাব। আবহাওয়া
দপ্তর জানিয়েছে, আগামী তিন-চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে তাপমাত্রা আরও একটু নামতে পারে।
দক্ষিণবঙ্গে আবহাওয়া | South Bengal Weather
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই পারদ কিছুটা নেমেছে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা খুব বেশি না কমলেও শুষ্ক আবহাওয়া থাকবে। স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি কম তাপমাত্রা থাকবে এই অঞ্চলে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও ঘন কুয়াশার সম্ভাবনা নেই এখনই।
উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গেও (North Bengal Weather) এই সময় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন তাপমাত্রা প্রায় একই থাকবে। দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে, তবে অন্য জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক। তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে। ভোরবেলা ও সকালে কুয়াশার প্রভাব কিছুটা দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ আজকের রাশিফল ১৩ নভেম্বর, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির
কলকাতায় বাড়ছে ঠান্ডা ভাব | Kolkata Weather
কলকাতায় রবিবার থেকেই পারদ ২০ ডিগ্রির নিচে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮° সেলসিয়াস, যা বুধবার কমে দাঁড়ায় ১৭°-তে, যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি কম। শহরে এখনও পুরোপুরি শীত না এলেও ভোরে হালকা কুয়াশা, সকাল-সন্ধ্যায় ঠান্ডা হাওয়া অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তরের মতে, ডিসেম্বরের শুরুতেই দক্ষিণবঙ্গ-সহ (South Bengal Weather) কলকাতায় ভালোভাবে শীত নেমে আসবে।












