ফের সক্রিয় নিম্নচাপ! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, জানুন আজকের আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather Update 18th August 2025

বাংলা হান্ট ডেস্কঃ ফের নিম্নচাপের চোখরাঙানি। সপ্তাহের শুরুতেই আবার রং বদলাতে চলেছে আবহাওয়ার। আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে। সূত্রের খবর, এই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। ওড়িশা ও অন্ধ্র উপকূলে এর প্রভাব সর্বাধিক হবে, তবে, দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) এর প্রভাব পড়তে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহবিদরা জানাচ্ছেন, সোমবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে আরও তীব্র প্রভাব পড়তে পারে। এই সময় আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্রের খবর নিম্নচাপটি গুজরাত অভিমুখে যাবে এবং শক্তি ক্ষয় করে ঘূর্ণাবর্তে পরিণত হবে। তাই এর প্রভাব সরাসরি বাংলার ওপর পড়বে না। বরং এই নিম্নচাপ বাংলা ছেড়ে ওড়িশা অভিমুখে এগোবে। তবে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

এই নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গেও (North Bengal Weather) পড়বে কিছুটা। যার ফলে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। সিকিমেও ঝোড়ো হাওয়া ও বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

South Bengal Weather Update 18th August 2025

আরও পড়ুনঃ প্রথমবার সরকারি স্বীকৃতি! এবার থেকে ১৮ আগস্ট স্বাধীনতা দিবস পালিত হবে বালুরঘাটে

দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও উত্তরবঙ্গ (North Bengal Weather) দুই জায়গাতেই সপ্তাহের শুরু থেকে আবহাওয়া অস্থির থাকবে। সরাসরি নিম্নচাপের আশঙ্কা না থাকলেও বজ্রঝড় ও প্রবল হাওয়ার কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।