ফের দুর্যোগের আশঙ্কা! সপ্তাহান্তে দাপট দেখাবে ঝড়-বৃষ্টি, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় জারি সতর্কতা?

Published on:

Published on:

South Bengal Weather Update 18th july 2025

বাংলা হান্ট ডেস্কঃ আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। ঘন কালো মেঘে ঢাকা আকাশ, কোথাও ঝিরঝির তো কোথাও হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি। অফিস আর স্কুলের পথে বেরিয়েই ছাতা হাতে নেওয়া ছাড়া উপায় নেই। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল পূর্বাভাস, সেই পূর্বাভাস মিলে গেছে একেবারে। পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সঙ্গে আজ দিনভর চলবে বৃষ্টি (South Bengal Weather)।

বৃষ্টিতে থমকে সকাল, অফিসযাত্রীদের ভোগান্তি

শুক্রবার সকাল থেকে কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় সকালেই শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টি (rain)। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর-এর অনেক জায়গায় ভিজে পথে নামতে হয়েছে কর্মব্যস্ত মানুষদের। গত কয়েক দিনের বৃষ্টিতে শহরের অনেক রাস্তায় এক হাঁটু সমান জার দুরজগের আশঙ্মেকা গিয়েছে। সেই দুরভগ কাটতে না কাটতেই আবার দুর্যোগের আশঙ্কায় চিন্তিত শহরবাসী।

ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বহু জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে জারি হয়েছে হলুদ সতর্কতা (yellow alert)। প্রশাসন নজর রাখছে পরিস্থিতির উপরে, একই সঙ্গে মানুষজনকে সতর্ক থাকার (alert) বার্তা দেওয়া হয়েছে।

South Bengal Weather Update 18th july 2025

আরও পড়ুনঃ কেদারনাথ ধামে করতেন খচ্চর চালকের কাজ! সেই যুবকই এবার পড়বেন IIT-তে, চমকে দেবে অতুলের কাহিনি

শনিবারও মিলবে না স্বস্তি, ভিজেই কাটবে সপ্তাহ (South Bengal Weather)

আজ সন্ধের পরও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অনেক জেলায় ফের বৃষ্টির দফা চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবারও একইরকম আবহাওয়া বজায় থাকবে বলে আশঙ্কা। অর্থাৎ একদিনের ভিজে যন্ত্রণা যেন কিছুতেই শেষ হচ্ছে না। ফলে সপ্তাহের শেষটা কাটবে একেবারে বর্ষার আমেজে (monsoon mood)।