দক্ষিণবঙ্গে ফের নিম্নচাপের দাপট, আজ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভবনা? আজকের আবহাওয়ার খবর জানুন

Published on:

Published on:

South Bengal Weather Update 22 August 2025

বাংলা হান্ট ডেস্কঃ নিম্নচাপের জেরে ফের বৃষ্টির দাপট শুরু দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। বৃহস্পতিবার রাত থেকেই বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগঢ়ের উপর নিম্নচাপ অক্ষরেখা সক্রিয়। যার প্রভাবে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আজ সমস্ত জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও হাওড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়াও, দক্ষিণবঙ্গের সমস্ত জেলার দু’এক জায়গায় ঝোড়ো হাওয়া সহ চলবে দিনভর বৃষ্টি।

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) কতদিন বৃষ্টি চলবে?

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আপাতত শনিবার পর্যন্ত নিম্নচাপের বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। আজ শুক্রবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। রবিবার পর্যন্ত বেশি বৃষ্টি হবে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। কলকাতাতে সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পংয়ে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর শনি ও রবিবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে।

South Bengal Weather Update 22 August 2025

আরও পড়ুনঃ শুক্র থেকেই চালু পরিষেবা, নতুন তিন রুটে প্রথম ও শেষ মেট্রো কখন? জানাল কর্তৃপক্ষ

নিম্নচাপের কারণে অন্তত আগামী তিন দিন দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও উত্তরবঙ্গের (North Bengal Weather) বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি চলবে। ফলে ফসলি জমিতে জল জমা, নদীভাঙন ও নিম্নাঞ্চলে জল জমার আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করে নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।