এবারও কি ধোঁকা দেবে শীত? নিম্নচাপের দাপটে দক্ষিণবঙ্গে বাড়ছে পারদ, আজকের আবহাওয়ার খবর জানুন

Published on:

Published on:

South Bengal Weather Update 22 November 2025
Follow

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গে সামান্য শীতের আমেজ মিললেও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ফের গরমের দাপট বেড়েছে। নভেম্বরের শেষদিকে এসে দুপুরে পাখা চালাতে হচ্ছে, ঘামতে হচ্ছে রীতিমতো। এ দৃশ্য দেখে হতবাক শীতপ্রেমীরা। এবছর কি তাহলে শীত পড়বে না? জানুন কি বলছ আবহাওয়া দপ্তর

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

শীতের দাপট দক্ষিণবঙ্গে (South Bengal Weather) একেবারে থমকে গিয়েছে। গত কয়েক দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেড়ে গিয়েছে। তাই শীতের যে হালকা আমেজ ছিল, সেটাও এখন অনেকটাই কমে গিয়েছে। কলকাতায় রীতিমতো গরম লাগছে। দুপুরে ঘাম হচ্ছে, শীতের পোশাকের প্রয়োজনই হচ্ছে না।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার পর্যন্ত দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। দুপুরে কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রির ওপরে যেতে পারে। বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির কাছাকাছি রয়েছে, যা শীতের তুলনায় অনেকটাই বেশি।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আগামী কয়েক দিন আবহাওয়া শুষ্কই থাকবে। কোথাও কোনও সতর্কবার্তা নেই। শুধু পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতের দিকে পারদ নামতে পারে ১৪ ডিগ্রি পর্যন্ত। ভোরের দিকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। কুয়াশায় রাস্তা ঢেকে গেলে গাড়ি চলাচলে সমস্যা হতে পারে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতে ঠান্ডা রয়েছে। দার্জিলিঙের কিছু জায়গায় সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু অন্য জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে। এর পাশাপাশি ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

South Bengal Weather Update  22 November 2025

আরও পড়ুনঃ আজকের রাশিফল ২২ নভেম্বর, দুর্দান্ত সুখবর পাবে এই চার রাশি

কবে থেকে শীত পড়বে বঙ্গে?

আবহাওয়াবিদেরা মনে করছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আবার শীত নামতে শুরু করবে। বড়দিনের আগেই সেই শীত পুরোপুরি ফিরতে পারে। এখনই গরম হলেও সামনে আবার ঠান্ডা ফিরে আসার সম্ভাবনা রয়েছে।