বাংলা হান্ট ডেস্কঃ নভেম্বরের একেবারে শেষে হালকা শীতের অনুভূতি শুরু হয়েছে। তবে ভোরবেলা ঠান্ডা হাওয়া থাকলেও দুপুরে রোদ উঠলে আবার উষ্ণতা টের পাওয়া যাচ্ছে। তার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ দক্ষিণবঙ্গের আবহাওয়াকে আরও বদলে দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
বঙ্গোপসাগরে সেনিয়ার, আন্দামানে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি
সমুদ্রের ওপর তৈরি শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার এখন আন্দামান ও নিকোবরের দিকে প্রভাব ফেলছে। আগামী দু’দিন সেখানে ঝোড়ো হাওয়া, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্র দেখা যেতে পারে।অন্যদিকে, আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে কোমোরিন ও শ্রীলঙ্কা উপকূলে। দুই মিলে রাজ্যে আবহাওয়ার অস্থিরতা বাড়ছে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
ঘূর্ণিঝড় সেনিয়ারের কারণে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়ায় হালকা বদল আসতে পারে। সকালে একটু ঠান্ডা থাকবে তবে দিন বাড়ার সাথে আর্দ্রতা বাড়তে পারে। বৃহস্পতিবারের পর উপকূলের কাছে মেঘলা আকাশ দেখা যাবে। কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষে জলীয় বাষ্প বাড়তে পারে, ফলে হালকা গরম ভাব ফের ফিরে আসতে পারে।
কলকাতার তাপমাত্রা | Kolkata Weather Update
গত ২৪ ঘণ্টায় কলকাতার (Kolkata Weather) তাপমাত্রা একটু কম হয়েছিল। তবে আজ, ২৬ নভেম্বর কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি। আজ থেকে শুক্রবার পর্যন্ত তাপমাত্রা একটু একটু করে বাড়বে বলে খবর। সপ্তাহ শেষে তাই আবার গরমের মতো অনুভূতি হতে পারে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে স্থির। কোথাও বৃষ্টি নেই। সব জেলাই শুষ্ক থাকবে। আগামী দু’দিন তাপমাত্রা একটু বাড়তে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ আজকের রাশিফল ২৬ নভেম্বর, ব্যবসায় বাজিমাত এই চার রাশির
প্রসঙ্গত, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ভোরে হালকা ঠান্ডা থাকলেও ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাবে আবহাওয়া আবার বদলাতে পারে। উপকূলে মেঘলা আকাশ ও সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গ শুষ্কই থাকবে। মোটের ওপর শীতকাল পড়লেও রাজ্যের আবহাওয়া এখনও অস্থির।












