বাংলা হান্ট ডেস্কঃ বর্ষা চলে গেলেও বৃষ্টি থামেনি। ভোর বা রাতে সামান্য ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এখন তেমন ভারী বৃষ্টি হবে না, তবে সামনের সপ্তাহে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে সকালে কুয়াশা পড়বে ও ধীরে ধীরে শীত বাড়বে।
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত শীঘ্রই নিম্নচাপে পরিণত পারে
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত শীঘ্রই শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর ফলে আন্দামান ও নিকোবর দ্বীপে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস মৎস্যজীবী এবং পর্যটকদের সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে এর গতি কম থাকায় বাংলার উপর সরাসরি প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টি বাড়বে। শুক্রবার থেকে পার্বত্য অঞ্চলে আকাশ মেঘলা থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার, রবিবার এবং সোমবারও এই জেলাগুলোতে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুনঃ ২০০২ বনাম ২০২৫! সীমান্তবর্তী জেলাগুলিতে ভোটার তালিকায় ভয়ঙ্কর ‘অমিল’, শুরু নতুন বিতর্ক
২৪ অক্টোবর থেকে আবহাওয়া বদলাবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)
দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শুক্রবার অর্থাৎ ২৪শে অক্টোবর থেকে হাওয়া বদলাবে। উপকূলের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে ও শনিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে।