মহালয়া থেকেই নিম্নচাপ, আজ কোথায় কোথায় বৃষ্টি? জানুন আজকের আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather Update Today 21 September 2025

বাংলা হান্ট ডেস্কঃ মহালয়ার সকাল থেকেই ফের বৃষ্টি বাংলায়। রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তার মধ্যেই চিন্তা বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ, যার জেরে পুজোর দিনগুলোয় বৃষ্টির আশঙ্কা আরও স্পষ্ট হচ্ছে।

দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন আবহাওয়া | South Bengal Weather Update

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ রবিবার নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।

আজ দিনভর আকাশ আংশিক মেঘলা থাকলেও অস্বস্তিকর আর্দ্রতা পিছু ছাড়বে না। সোমবার ও মঙ্গলবার কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বজ্রঝড়-বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়।

উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও সোমবার ফের উত্তরবঙ্গে (North Bengal Weather) ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য জেলা, মালদা এবং দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহের শেষে, অর্থাৎ শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

রবিবার বিকেল বা সন্ধের দিকে বজ্রঝড় সহ বৃষ্টির সম্ভবনা। আজ সারাদিন কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিললেও আর্দ্রতা জনিত অস্বস্তি তীব্র হতে পারে। বুধবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এর জেরেই উত্তরবঙ্গ (North Bengal Weather) ও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে বৃষ্টির সম্ভবনা বাড়ছে।

South Bengal Weather Update Today 21 September 2025

আরও পড়ুনঃ ক্লাবগুলোতে মমতার ছবি না টাঙালে অনুদান বন্ধ, হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

এছাড়া আন্দামান ও মায়ানমার উপকূলে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। সেটি আগামী ২২ সেপ্টেম্বর সোমবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ঢুকবে। এরপর ২৫ সেপ্টেম্বর নাগাদ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে একটি নিম্নচাপ, যা ক্রমশ গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে। এর জেরে দুর্গাপুজোর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। বিশেষ করে নবমী ও দশমীতে বৃষ্টির দাপট বাড়তে পারে বলে খবর সূত্রের।