বাংলা হান্ট ডেস্কঃ শীতের (Winter) মধ্যেই বিরাট ঝামেলা তৈরি করেছে বৃষ্টি (Rain)। নিম্নচাপের প্রভাবে এই ভরা পৌষ মাসেও বৃষ্টিতে ভিজছে শহর। যদিও আগে থেকেই এই পূর্বাভাস দিয়ে রেখেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করে শুক্রবার বিকেল থেকেই হালকা বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়।
বড়দিনের আগেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় আপডেট (South Bengal Weather)
একদিকে নিম্নচাপ অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা। এই দুইয়ের জোড়া প্রভাবে এই ভরা পৌষ মাসেও হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। সেই সাথে শীতেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে দুর্যোগ। ডিসেম্বরে শুরু থেকে শীতের ঝড়ো ইনিংস চললেও এই নিম্নচাপের প্রভাবেই আবার এক ধাক্কায় দু-তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
নিম্নচাপের প্রভাবে সপ্তাহের শেষে শনিবারেও হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের (South Bengal Weather) আট জেলায়। কলকাতা, হুগলি, হাওড়া,ঝাড়গ্রাম,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে। অন্যদিকে একের পর এক নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে আটকে রয়েছে উত্তুরে হাওয়া।
যার ফলে এই বড়দিনেও কনকনে শীত পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাহলে বর্ষবরণের আগেও কি শীত পড়বে না শহরে? এবার এমনই প্রশ্নের মুখে আবহাওয়া দপ্তর। আর এখানেই সামান্য হলেও তৈরী হয়েছে আশা। জানা যাচ্ছে, বছর শেষের আগে একটু একটু করে আবার নামবে শীতের পারদ।তাই শীতের সাথেই যে নতুন বছরের আগমন ঘটতে চলেছে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: বিকেলে আরও বাড়বে বৃষ্টি? দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভাসবে? আবহাওয়ার আপডেট
অন্যদিকে এই নিম্নচাপের প্রভাবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। জানা যাচ্ছে সিকিমের উঁচু পার্বত্য এলাকায় বিশেষ করে টুমলিং, সান্দাকফু সংলগ্ন এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমি ঝঞ্ঝার রেশ কাটাতেই হিমাঙ্কের নিচে নেমে আসবে তাপমাত্রা। আর তাতেই সিকিমে তুষারপাতের প্রবল সম্ভাবনা তৈরী হয়েছে। সিকিমের এই তুষারপাতের প্রভাবেই উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এর মতো উঁচু পার্বত্য পার্বত্য এলাকায়ও তুষারপাত হওয়ার সামান্য সম্ভাবনা রয়েছে।
তবে উত্তরের বাকি জেলাগুলি শুষ্ক থাকবে বলেই জানা যাচ্ছে। তুষারপাতের সম্ভাবনার পাশাপাশি হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরবঙ্গ। সেইসাথে রয়েছে ঘন কুয়াশার চাদর। কুয়াশার জন্য উত্তরবঙ্গের দার্জিলিং,জলপাইগুড়ি,উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় জারি করা হয়েছে হলুদ সর্তকতা। জানা যাচ্ছে কুয়াশার জেরে উত্তরের জেলাগুলির দৃশ্যমান্যতা নেমে আসতে পারে ৫০ মিটারে।