বাংলা জুড়ে দুর্যোগের ঘনঘটা! তুমুল ঝড়-বৃষ্টিতে ছারখার একাধিক জেলা, কবে মিলবে রেহাই?

বাংলা হান্ট ডেস্ক: আজ শুক্রবারও রাজ্যের একাধিক জায়গায় মেঘলা আকাশ। মাঝারি থেকে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়। মঙ্গলবার থেকেই ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলা। আগামীকাল পর্যন্ত সেই বৃষ্টি জারি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে ২৬ অগাস্টের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

মৌসুমী অক্ষরেখার অবস্থান পরিবর্তনের পাশাপাশি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাগের ওপরে আসার কারণে সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির পূর্বাভাস।

পাশাপাশি দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও দুদিন বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আগামী ২৬ তারিখ পর্যন্ত কমলা সতর্কতা রয়েছে।

আরও পড়ুন: যাদবপুরের হস্টেলেই হত গাঁজা চাষ! ডিলিটেড ছবি থেকে সব ফাঁস করল পুলিশ, উঠে এল JuMH-ও

আজ দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে৷ দক্ষিণবঙ্গের পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি সমস্ত জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও কাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

weather

আরও পড়ুন: BRICS-এ হঠাৎ চিনের প্রস্তাবে সায় ভারতের! ঘাবড়ে গেল বেজিং, মোদির পরিকল্পনা বুঝতেই পারেনি জিনপিং

কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা কমবে। এই সপ্তাহের শেষ থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। উত্তরেও কিছুটা কমবে তাপমাত্রা। শুক্রবার ২৫ অগাস্ট ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর