পূর্বের সব রেকর্ড ভেঙে কিছুক্ষণেই ৯ জেলা কাঁপাবে বৃষ্টি! আবহাওয়ার বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক: রোজই বৃষ্টি হচ্ছে বঙ্গ জুড়ে। শনিবারও সকাল থেকে আকাশ মেঘলা। রাজ্যের একাধিক জায়গায় চলছে দেদার বর্ষণ। আলিপুর হাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে আজও বিকেলের পর থেকে বৃষ্টি বাড়বে কলকাতায়। গতকাল রাত থেকেই একাধিক জায়গায় বিরামহীন বৃষ্টি। আজও মাঝারি থেকে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়। সন্ধ্যে হলেই ফের আসতে পারে দুর্যোগ।

ইতিমধ্যেই অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলায়। এরই মধ্যে জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। কয়েক দফায় হালকা বৃষ্টি হতে পারে কলকাতা শহর ও শহরতলির জেলাগুলিতে। বজ্র-বিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে।

শনিবার কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী জেলাগুলিতে হলুদ সতর্কতা (Yellow Alet) জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ফিরহাদের এক নির্দেশেই প্রাক্তন মেয়র শোভনের জীবনে নেমে এল গভীর কষ্ট! চৰ্চা শহর জুড়ে

মৌসুমী অক্ষরেখার অবস্থান পরিবর্তনের পাশাপাশি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাগের ওপরে আসার কারণে সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে একটি ঘূর্ণিঝড় উত্তর বাংলাদেশ ও প্রতিবেশী এলাকায় রয়েছে। যার দরুন বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতা বয়ে আসছে রাজ্যে। এর জেরেই চলবে বৃষ্টি।

weather

আরও পড়ুন: ‘জানেন একজন বন্দিকে রাখলে সরকারের কত খরচ হয়?’, ভরা এজলাসে CBI-কে যা বললেন বিচারক

আজ শনিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। রাতের দিকে দামাল বৃষ্টির দার্জিলিং ও কোচবিহারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরে আজও কমলা সতর্কতা রয়েছে। কিছু কিছু জায়গায় জারি লাল সতর্কতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর