ISRO যাচ্ছে নবম শ্রেণীর অর্পিতা! বাংলাকে গর্বিত করল দক্ষিণ দিনাজপুরের মেয়ে,ধন্য ধন্য করছে সবাই

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এখনো পেরোনো হয় নি মাধ্যমিকের গণ্ডি। তবে তার আগেই ইসরোতে (Indian Space Research Organisation) ডাক পেয়ে তাক লাগিয়ে দিলেন অর্পিতা সাহা। দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার পতিরামের এই নবম শ্রেণি ছাত্রীটি সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষার মাধ্যমে সুযোগ পেয়েছেন বলেই জানা গিয়েছে। ইসরোর তরফে আয়োজিত ১৪ দিনের ‘ইয়ং সায়েন্টিস্ট’ প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য তাকে আহ্বান জানানো হয়েছে।

সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাবন স্পেশ সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে পঠনপাঠন ও নানা গবেষণামূলক প্রশিক্ষণের সুযোগ মিলবে টানা ২৫ দিন। নম্বরের ভিত্তিতে ইসরোর ‘যুবিকা’ পরীক্ষায় গোটা দেশের মধ্যে থেকে যে ৩৫০ জনকে সুযোগ দেওয়া হয়েছে, অর্পিতা তাদের মধ্যেই একজন। আজই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উদ্দেশ্যে রওনা হচ্ছেন অর্পিতা ও তাঁর বাবা।

আরোও পড়ুন : এক্কেবারে ভারতের উল্টো ছবি! পাকিস্তানে হু হু করে বাড়ছে হিন্দুদের সংখ্যা, প্রকাশ্যে এল বড় আপডেট

জানা গিয়েছে, অর্পিতা সাহা পতিরাম বিবেকানন্দ গার্লস হাইস্কুলে পড়াশোনা করে। অর্পিতার বাবা দীপঙ্কর সাহা পেশায় একজন ব্যবসায়ী। মা বর্না সাহা গৃহবধূ। এবছর ১ মার্চ মাসে অনলাইনে ইসরোর (Indian Space Research Organisation) ‘যুবিকা’ নামক যে পরীক্ষা অর্পিতা দিয়েছিলেন, সম্প্রতি সেই পরীক্ষার রেজাল্ট বের হয়।

কিন্তু ওই পরীক্ষায় সফল হয়ে সে যে ইসরো (Indian Space Research Organisation) থেকে ডাক পাবে, তা ভাবেনি কখনও। এ বিষয়ে ছাত্রী অর্পিতা সাহা জানাল, ছোটবেলা থেকেই মহাকাশ ও মহাকাশযান নিয়ে মনে আগ্রহ ছিল। সম্প্রতি চন্দ্রযান ৩ উৎক্ষেপণের যাবতীয় বিষয় খুঁটিনাটি পর্যবেক্ষণ করেছে। কীভাবে তা পাঠানো হয়েছিল, তা দেখার সুযোগ হয়েছে। আগামীতে সুযোগ পেলে এই বিষয় নিয়েই পড়াশোনা করার ইচ্ছে অর্পিতার।

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X