হাওড়া ডিভিশনে নিত্যদিন ট্রেন লেট! কেন? বড় রহস্য ফাঁস করলেন খোদ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার

Published on:

Published on:

South Eastern Railway Delay Row ER GM Blames Freight Traffic
Follow

বাংলা হান্ট ডেস্কঃ হাওড়া-সহ দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন শাখায় ট্রেন লেট এখন নিত্যদিনের সমস্যা। যাত্রীদের ক্ষোভ বাড়ছে, লাইনে নেমে বিক্ষোভও করা হয়েছে অনেক সময়। ঠিক এমন পরিস্থিতিতেই পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর সরাসরি দায় চাপালেন দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) কাজের উপরে।

ট্রেন লেটের দায় দক্ষিণ পূর্ব রেলের উপর দিলেন পূর্ব রেলের (South Eastern Railway) জিএম

সম্প্রতি সংসদেই দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) ট্রেনের গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। তার পরেই এবার পরিস্থিতি নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর।

শুক্রবার আইসিসি বণিকসভা আয়োজিত রেলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) মালবাহী ট্রেনগুলি যখন পূর্ব রেলের অঞ্চলে ঢোকে, তখন দীর্ঘ সময় লাইন ব্লক হয়ে পড়ে। তার ফলে যাত্রীবাহী ট্রেন নির্দিষ্ট সময়ে স্টেশনে ঢুকতে পারে না। সময়মতো ছাড়তে না পারায় পরিষেবার গতিও কমে যাচ্ছে।

দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) অধীনস্থ অংশে বহুদিন ধরেই ট্রেন দেরিতে চলার অভিযোগ ওঠে। কিন্তু কর্তৃপক্ষ বিশেষ পদক্ষেপ করেনি। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দিল্লির রেলবোর্ডও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। সেই সঙ্গে প্রভাব পড়ছে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ট্রেন চলাচলের উপরও। প্রতিদিনই কোনও না কোনও শাখায় লেট, যাত্রীদের অসন্তোষ, আর বিক্ষোভের ছবি সামনে আসছে।

South Eastern Railway Delay Row ER GM Blames Freight Traffic

আরও পড়ুনঃ বহুতলের ছাদ নয়, এবার সরাসরি মাটির নিচে যাবে বর্ষার জল! কলকাতার জমা জলের সমস্যা সমাধানে নতুন প্রযুক্তির পথে পুরসভা

হাওড়ায় লোকাল ট্রেনের জন্য আলাদা ট্র্যাক নেই

দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) জিএম আরও জানান, হাওড়া ডিভিশনে লোকাল ট্রেনের জন্য নির্দিষ্ট ট্র্যাক নেই বলেই সমস্যাটা আরও বাড়ছে। লিলুয়া থেকে হাওড়ার মধ্যে একটি ডেডিকেটেড অংশ তৈরির কাজ চলছে। তাঁর মতে, এই নতুন ট্র্যাক তৈরি হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।