বাংলাহান্ট ডেস্ক : প্রতিবছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভাইফোঁটা নিয়ে থাকেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। মাঝে তিনি অবশ্য দীর্ঘদিন ধরে দূরে ছিলেন তৃণমূলের থেকে। তবে এবার দূরত্ব মিটিয়ে আনুষ্ঠানিকভাবে ফের তৃণমূলের সঙ্গে যুক্ত হয়েছেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। তাই এবারের ভাইফোঁটা নিয়ে একটু বেশিই ছিল চর্চা।
ভাইফোঁটায় মুখ্যমন্ত্রীর বাড়িতে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)
সদ্য NKDA এর চেয়ারম্যান পদে বসেছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। নতুন করে তৃণমূলের সঙ্গে পথচলা শুরু করেছেন তিনি। বৃহস্পতিবার ভাইফোঁটার দিন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে এসে পৌঁছান শোভন। এবারও রঙমিলান্তি সাজেই দেখা মেলে দুজনের।

কামব্যাকের পর প্রথম ভাইফোঁটা: দেড় ঘন্টা মতো মুখ্যমন্ত্রীর বাড়িতে ছিলেন শোভন (Sovan Chatterjee) বৈশাখী। মুখ্যমন্ত্রীর থেকে ভাইফোঁটা নিয়েছেন, সঙ্গে হয়েছে আড্ডা খাওয়া দাওয়াও। পাশাপাশি ভাইফোঁটা উপলক্ষে নিজের লেখা গানও নাকি শুনিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেমন কাটল ভাইফোঁটা? মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়েই সংবাদ মাধ্যমকে শোভন (Sovan Chatterjee) বলেন, ‘দিদি মন ভরে আশীর্বাদ করেছেন’। তিনি আরও বলেন, দিদিই তাঁর অভিভাবক। মন ভরে আশীর্বাদ করেছেন, তাঁকে কাছে পাওয়া, গল্প করা এটাই বড় তাঁর কাছে বড় পাওনা।
আরও পড়ুন : সরকারি ভর্তুকি নয়, রোগীর অর্থেই চলবে হাসপাতাল, SSKM-এর অনন্য ওয়ার্ডে ‘স্বনির্ভর’ মডেল
কী পেলেন উপহারে: আনুষ্ঠানিকভাবে ফের তৃণমূলে কামব্যাকের পর এবারের ভাইফোঁটা কি একটু অন্যরকম ছিল? উত্তরে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) বলেন, ১৯৮৫ সালে কাউন্সিলর হিসেবে রাজনীতিতে পা রেখেছিলেন তিনি। তারপর থেকে এই ২০২৫ সালে NKDA এর চেয়ারম্যান হওয়া সবটাই এসেছে মুখ্যমন্ত্রীর ভাবনা থেকেই। যখনই দায়িত্ব পেয়েছেন নিষ্ঠাভরেই পালন করেছেন, এবারও তেমনটাই করবেন বলে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতি বছরই এই দিনটার অপেক্ষায় থাকেন তাঁরা। আসলে মুখ্যমন্ত্রী যেমন ভাইদের ফোঁটা দেন, তেমনই বাড়ির বউদেরও দেন। তাঁর চিন্তাভাবনাগুলিই অন্য রকম।
আরও পড়ুন : খুনের প্ররোচনার প্রমাণ নেই, রিয়াকে ক্লিনচিট, সিবিআই রিপোর্টকে চ্যালেঞ্জ সুশান্তের পরিবারের
ভাইফোঁটার উপহারে কী পেলেন শোভন চট্টোপাধ্যায়? বৈশাখী উত্তরে বলেন, ‘দিদির গান, দিদির আশীর্বাদ, স্নেহ সব পেয়েছি। ভালোবাসা উজার করে দিয়েছেন তিনি। পদ থাকুক আর না থাকুক এই ভালোবাসাটা যেন অটুট থাকে। শোভনও রিটার্ন গিফটে উজাড় করে দিয়েছেন ভালোবাসা। মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই ভাই বোনের মতো। একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় দুজনের মধ্যে দূরত্ব বাড়লেও এবার ফের তৃণমূলেই ফিরেছেন শোভন।













