বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ দিন পর আবারো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে দেখা করেছেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। সূত্রের খবর, গত কয়েকদিন ধরে পাহাড়ে রয়েছেন শোভন এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন শোভন।
কী নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে শোভনের (Sovan Chatterjee)?
সূত্রের খবর, বুধবার শোভন প্রায় ২ ঘণ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি। তবে কানাঘুষো শোনা যাচ্ছে আবার রাজনীতিতে ফিরতে পারেন শোভন চট্টোপাধ্যায়। সেই নিয়ে হয়তো আলোচনা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এর আগে, গত সেপ্টেম্বরে দুর্গাপুজোর চতুর্থীর দুপুরে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) আচমকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসে উপস্থিত হন। সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। সেই বৈঠক প্রায় সাড়ে তিন ঘণ্টা চলেছিল। বৈঠকের পর শোভনের মুখে দেখা যায় একরাশ তৃপ্তির ছায়া। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, “আগের অভিষেকের চেয়ে এই অভিষেক অনেক পরিণত। ওর সঙ্গে কথা বলে আমি সমৃদ্ধ হলাম।”
চতুর্থীর দুপুরে শোভনের (Sovan Chatterjee) আগেই জবাব দিয়েছিলেন বৈশাখী। তিনি বলেছিলেন, “শোভনের দলে ফেরাটা এখন শুধুই সময়ের অপেক্ষা।” এছাড়াও তিনি যোগ করেছিলেন, “মমতাদির সঙ্গে শোভনের ভালবাসার সম্পর্কটি কাছ থেকে বেশ কয়েকবার দেখার সুযোগ হয়েছে, আজ দেখলাম শোভন-অভিষেকের পরস্পরের প্রতি আবেগও।”
শিলিগুড়ির বৈঠক সম্পর্কে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি শোভন (Sovan Chatterjee)। বৈশাখীও মুখে কুলুপ এঁটেছেন। মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াও জানা যায়নি। তবে সূত্রের খবর, শোভনের তৃণমূলে ফেরা এখন শুধুই সময়ের অপেক্ষা। সেপ্টেম্বরে অভিষেকের সঙ্গে বৈঠকের পর শোভনের তৃণমূলে ফেরার সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে যায়। তবে দলনেত্রীর চূড়ান্ত সম্মতির প্রয়োজন ছিল। পাহাড়ে সেই অপেক্ষা এখন শেষ হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ ‘ভবানীপুরে বিজেপি যাঁকে প্রার্থী করবে সেই জিতবে!’ বিধানসভা ভোটের আগে হুঙ্কার শুভেন্দুর
এক সময় তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন শোভন (Sovan Chatterjee)। কলকাতা পুরসভার মেয়র পদ সামলেছেন এক দশকেরও বেশি সময়। পরে ব্যক্তিগত ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেখানেও স্থায়ী হননি। ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে সরেন। শোভনের বক্তব্য, “আমি আবার কাজ করতে চাই। রাজনীতিতে ফিরতে চাই। এবং সেটা তৃণমূলেই হবে। কারণ, তৃণমূল আমার কাছে শুধু রাজনৈতিক দল নয়, পরিবারও, রক্তের সম্পর্ক।”