বাংলাহান্ট ডেস্ক : আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দলে ফেরার আবেদন জানিয়েছিলেন শোভন। এবার ঘরের ছেলে ঘরে ফিরছে বলে মন্তব্য করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন সাংবাদিক বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁরা দেখা করবেন বলে জানা গিয়েছে।
তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)
প্রত্যাবর্তনের পর আবেগঘন শোভন (Sovan Chatterjee)। তিনি বলেন, “আমার ধমনী শিরায় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সঙ্গে আমার আত্মিক যোগাযোগ। আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।’ তিনি আরও বলেন, আগামী দিনে যা দায়িত্ব পাবেন তা পালন করার চেষ্টা করবেন তিনি, কোনও ত্রুটি রাখবেন না চেষ্টায়। আরও বেশি করে সময় দিয়ে ঘরকে শক্তিশালী করে তুলবেন।

গিয়েছেন অভিষেকের সঙ্গে সাক্ষাৎ করতে: এদিন দুপুরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং মন্ত্রী অরূপ বিশ্বাস উত্তরীয় পরিয়ে তৃণমূলে স্বাগত জানান শোভন (Sovan Chatterjee) বৈশাখীকে। রাজ্যের মন্ত্রী জানান, শোভন এবং বৈশাখী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সেই সময় দিয়েছেন অভিষেক। তাই তৃণমূল ভবন থেকেই সোজা কালীঘাটে তাঁর বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন : এক বছরের জন্মদিনে এলাহি আয়োজন, ছোট্ট কৃষভির জন্য কী কী করেছিলেন কাঞ্চন-শ্রীময়ী?
সাত বছর পর ঘর ওয়াপসি: প্রসঙ্গত, ২০১৮ সালে কলকাতার মেয়র পদ ও রাজ্য মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শোভন (Sovan Chatterjee)। ২০২১ এ তিনি যোগ দেন বিজেপিতে। কিন্তু সেখানে তাঁর স্থায়িত্ব ছিল কম দিনেরই। গত সেপ্টেম্বর মাসে অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠকের পরেই শোভনের তৃণমূলে ফেরার জল্পনা দৃঢ় হয়।
আরও পড়ুন : পরিষেবা লাটে, এদিকে ঘনঘন জরিমানার ঘোষণা, তিতিবিরক্ত মেট্রোযাত্রীরা
এদিকে শোভন চট্টোপাধ্যায় দলে ফিরতেই গুঞ্জন, বেহালা পশ্চিম বিধানসভায় প্রার্থী হয়ে দাঁড়াতে পারেন তিনি। ওই কেন্দ্রের বর্তমান বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি। তাঁর জেলমুক্তির সম্ভাবনা থাকলেও নতুন করে তাঁর টিকিট পাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। এমতাবস্থায় শোভনকে দল ভোটে দাঁড় করায় কিনা সেটাই দেখার।













