বাংলাহান্ট : বিগত লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের বহিস্কৃত সাংসদ অনুপম হাজরা বিজেপিতে নাম লেখায় তারপর তাকে ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে যাদবপুর।
পরাজিত হয় অনুপম হাজরা। তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে পরীক্ষায় পাশ করেন সৌমিত্র খাঁ, অর্জুন সিং, নিশীথ প্রামানিক এর মতো ব্যক্তিত্বরা কিন্তু একমাত্র পরীক্ষায় পাশ করতে পারলেন না অনুপম হাজরা। কেন পাশ করতে পারলেন না তা দলের কাছে জবাবদিহি করতে হয়েছে।
তাকে বেশ কয়েকদিন ধরে তাকে সক্রিয় রাজনীতিতে পাওয়া যাচ্ছে না কিন্তু তিনিই প্রথম প্রচারে যাদবপুরে মিছিল করেছিলেন CAA বিল পাস হওয়ার পর রাজ্যজুড়ে যখন তিনদিন ধরে তাণ্ডবলীলা চালাছে কিছু দেশ বিরোধী লোকজন, সেই সময় যাদবপুরে CAA সমর্থনে প্রচার করে বিজেপিকে অক্সিজেন দিয়েছিলেন কিন্তু তারপর থেকে কার্যত তিনি মাঠে ময়দানে দেখা যাচ্ছে না।
— Dr. Anupam Hazra ডঃ অনুপম হাজরা (Modi Ka Parivar) (@tweetanupam) March 15, 2020
সেই অনুপম হাজরা এবার সোশ্যাল মিডিয়ায় টুইট করলেন তিনি একটি টুইট করেছেন কাউকে উদ্দেশ্য করে কি না সেটা বলা কঠিন কিন্তু তিনি তার টুইটার মাধ্যমে বোঝাতে চাইছেন মরচে পড়া ছুঁড়ি দিয়ে কিছু হবে না। সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছে।অর্থাৎ তৃণমূলের দাপুটে নেতা তথা রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র শোভন বাবুও বিজেপিতে যোগদান করেছেন
সেই যোগদানের পরে তিনি পার্টি অফিসে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক অভিযোগ করেন, তারপর থেকে কার্যত তিনি ভ্যানিস হয়ে যায়। তাকে একটা দিনও সক্রিয় রাজনীতির পাওয়া যায় না বরং ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাইফোঁটা নিতে যায়। তার বান্ধবী বৈশাখীকে নবান্নে পাঠিয়ে কোন বার্তা প্রেরণ করেছে কিনা তা বিজেপির কাছে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনে হাওড়া এবং কলকাতা পৌরসভার ভোট। কলকাতায় পৌরসভার শোভন কে কাজে লাগাতে চাইছে বিজেপি।
ইতিমধ্যে শোভন ঘনিষ্ঠ গতকালই বেহালার দায়িত্ব দেওয়া হয়েছে তৃনমূলে। তাহলে কি ফের তৃণমূলের ফিরতে চলেছে শোভন। যদি তাই হয় তাহলে কেন তিনি প্রকাশ্যে আসছেন না। এই দ্বন্দের মাঝেই অনুপম হাজরা নাম না করে শোভনের দিকে তীর ছুঁড়েছেন। রাজনৈতিক মহল মনে করছে অনুপম হাজরা বিজেপি নেতা শোভনকে উদ্দেশ্য করে এই টুইট করেন। দুই তৃণমূলীর যা বর্তমানে বিজেপি নেতা। তারা কি এবার প্রকাশ্যে দ্বন্দ্ব আসছে। সেই নিয়ে অপেক্ষায় গোটা রাজনৈতিক মহল কিন্তু এই বিষয়ে শোভন বাবুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।