মন্ত্রী শোভনদেবের বিরুদ্ধে হাই কোর্টে মামলা! অনুমতি দিল আদালত, কি নিয়ে?

Published on:

Published on:

Sovandeb Chattopadhyay Faces HC Case Over Union Post
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী এবং তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) আবারও খবরের কেন্দ্রে। মন্ত্রী হয়েও সিইএসসি-তে তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি পদে থাকা নিয়ে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। শুক্রবার এই মামলার শুনানি নির্ধারিত থাকায় রাজনৈতিক মহলেও কৌতূহল বাড়ছে।

শোভনদেবের (Sovandeb Chattopadhyay) বিরুদ্ধে কী নিয়ে অভিযোগ?

শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) বর্তমানে রাজ্যের কৃষিমন্ত্রী। পাশাপাশি তিনি বিধানসভার ডেপুটি লিডার। শ্রমিক সংগঠনের ক্ষেত্রেও তিনি দীর্ঘদিনের মুখ ইনটিটিইউসি-র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সিইএসসি-তেও অনেক বছর ধরে তিনি তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি।

কিন্তু সম্প্রতি সিইএসসি-তে নতুন একটি শ্রমিক সংগঠন তৈরি হয়েছে। ওই সংগঠনের সদস্যদের বড় অংশ একসময় শোভনদেবের (Sovandeb Chattopadhyay) সংগঠনের সঙ্গেই যুক্ত ছিলেন। ওই নতুন সংগঠনের সদস্যরাই এই মামলা করেছেন। তাঁদের অভিযোগ একজন ক্যাবিনেট মন্ত্রী কী করে একই সঙ্গে সিইএসসি-র শ্রমিক সংগঠনের সভাপতি থাকতে পারেন?

হাইকোর্ট কী বলল?

মামলাটি ইতিমধ্যেই গ্রহণ করেছে হাইকোর্ট। শুক্রবার মামলার শুনানি রয়েছে। শোভনদেবের (Sovandeb Chattopadhyay) তরফে তাঁর আইনজীবী আদালতে হাজির থাকবেন। আইনজীবীর দাবি, শোভনদেব বহুদিন ধরেই এই পদে রয়েছেন। অতীতেও বহু মন্ত্রী ট্রেড ইউনিয়নের পদ সামলেছেন, তাই এই নিয়ে প্রশ্ন ওঠার কোনও যুক্তি নেই।

মামলা নিয়ে রাজনৈতিক অন্দরে নতুন প্রশ্ন উঠছে। যাঁরা সিইএসসি-তে নতুন শ্রমিক সংগঠন খুলেছেন, তাঁরা একসময় তৃণমূলেরই শ্রমিক সংগঠনের সদস্য ছিলেন। তাহলে হঠাৎ তাঁরাই কেন বর্ষীয়ান নেতার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন? শাসকদলের ভেতরে কি কারও মদতেই এ মামলা? নাকি সংগঠনের ভেতরের পুরনো ক্ষোভ? এই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য আসেনি।

Sovandeb Chattopadhyay Faces HC Case Over Union Post

আরও পড়ুনঃ নেতাদের কাজে খুশি নন অভিষেক? রিপোর্ট কার্ড হাতে পেতেই বড় সিদ্ধান্ত নেবেন মমতা!

শুক্রবারের শুনানিতে হাইকোর্ট কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার বিষয়। এই মামলাকে কেন্দ্র করে শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) ভূমিকা, এবং তৃণমূলের অন্দরের সমীকরণ, দু’টো নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে।