আশঙ্কাজনক করোনা আক্রান্ত বালাসুব্রহ্মণ‍্যম, রাখা হয়েছে লাইফ সাপোর্ট সিস্টেমে

বাংলাহান্ট ডেস্ক: অবস্থার অবনতি হয়েছে করোনা (corona) আক্রান্ত বর্ষীয়ান গায়ক এসপি বালাসুব্রহ্মণ‍্যমের (SP balasubrahmanyam)। চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। সেই সঙ্গে দেওয়া হয়েছে লাইফ সাপোর্ট সিস্টেম (life support system)।
৫ অগাস্ট করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই সোশ‍্যাল মিডিয়ায় জানান গায়ক। সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করে এই খবর জানান এসপি বালাসুব্রহ্মণ‍্যম। তিনি বলেন, হালকা সর্দি কাশির সমস‍্যা হচ্ছিল তাঁর। এছাড়া আর কোনও উপসর্গ ছিল না। তাও তিনি ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করান। রিপোর্টে খুবই মাইল্ড করোনা পজিটিভ ধরা পড়েছে তাঁর।

MV5BNDhmZGVlYzctNzdmMC00NGI1LTgwNmMtYjBjZGFiYTUwZTc3XkEyXkFqcGdeQXVyMjYwMDk5NjE@. V1
গায়ক আরও জানান, হাসপাতাল থেকে তাঁকে বলা হয়েছিল বাড়িতেই কোয়ারেন্টাইন থাকতে। কিন্তু পরিবারের সদস‍্যদের কথা ভেবে তিনি হাসপাতালে ভর্তি হন। পাশাপাশি তিনি অনুরাগীদের আশ্বস্ত করেছেন যে তিনি ভাল আছেন। সম্ভবত আর দুদিন পরেই হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে যাবেন। তাই তাঁকে নিয়ে দুশ্চিন্তা যেন না করা হয়।
কিন্তু তার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে বালাসুব্রহ্মণ‍্যমের। আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। দেওয়া হয়েছে লাইফ সাপোর্ট সিস্টেমও। এমনটাই জানা গিয়েছে হাসপাতালে সূত্রে।
প্রসঙ্গত, বলিউডের প্রখ‍্যাত গায়কদের মধ‍্যে অন‍্যতম এসপি বালাসুব্রহ্মণ‍্যম। সলমন খানের বেশিরভাগ ছবির গান গেয়েছেন তিনি। তার মধ‍্যে উল্লেখযোগ‍্য ‘ম‍্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ‍্যায় কৌন’ ও ‘সাজন’। এছাড়াও আরও বহু ছবিতে গান গেয়েছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর